Monday, May 5, 2025

বৃষ্টিতে বাতিল তৃতীয় ম্যাচ! আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজ জয় ভারতের, সিরিজ সেরা বুমরা

Date:

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি বিঘ্নিত ছিল। ভারত ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি থাবা বসায়নি। যশপ্রীত বুমরার দল অনায়াসে ম্যাচ জিতে টি-২০ সিরিজ পকেটে পুরে নেয়। বুধবার তৃতীয় ম্যাচে এক বলও খেলা হল না। বৃষ্টির কারণে টসই হল না এদিন। ম্যাচ পণ্ড হওয়ায় আইরিশদের বিরুদ্ধে ২-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত। এই নিয়ে টানা দশবার তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতল ভারত।

সিরিজ আগেই জিতে যাওয়ায় শেষ ম্যাচে জিতেশ শর্মাদের দেখে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি বুমরাদের পরিকল্পনায় জল ঢেলে দেয়। ভারতীয় সময় রাত ৯.১৫ মিনিটে খেলা শুরু করা গেলেও পুরো ওভারের ম্যাচ হত। এরপর ম্যাচ শুরু হলে ওভার কমত। নাগাড়ে বৃষ্টির মধ্যেও ডাবলিনের মাঠে গ্যালারি ভরিয়েছিলেন দর্শকরা। তাঁদের নিরাশ হয়ে ফিরতে হল।

তবে সংক্ষিপ্ত সিরিজে ভারতের প্রাপ্তি বুমরা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভারতীয় স্পিডস্টার কতটা ম্যাচ ফিট তা দেখে নেওয়ার জন্যই তাঁকে আয়ারল্যান্ডে পাঠানো হয়েছিল। বুমরা ফিরছেন সিরিজ সেরা হয়ে। পল স্টারলিংদের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছেন বুমরা। এবার লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপ।

সিরিজ সেরা হয়েও বুমরা হতাশ বৃষ্টিতে শেষ ম্যাচ ধুয়ে যাওয়ায়। তিনি বলেছেন, ম্যাচ খেলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা খুবই অস্বস্তির ব্যাপার। সকালে যেরকম আবহাওয়া দেখেছিলাম তাতে মনে হয়নি এমনটা হতে পারে। নিজের নেতৃত্ব নিয়ে বুমরা বলেন, অসাধারণ একটা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সকলেই খুশি হয়। আমিও হয়েছি। ক্রিকেটার বা অধিনায়ক হিসেবে আমি দায়িত্ব নিতে পছন্দ করি। এই দল নিয়ে আমার কোনও অভিযোগ নেই। এতদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে কোনও চাপ অনুভব করেননি বলে দাবি করছেন বুমরা। বলেন, কোনও চাপ ছিল না। নেতৃত্বের চাপও নয়। বরং আমি সম্মানিত।

আরও পড়ুন- বাংলার ছেলের অবদান চন্দ্রজয়ে! জয়ন্তকে নিয়ে আবেগে ভাসছে উত্তরপাড়া

Related articles

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...
Exit mobile version