Monday, November 3, 2025

উচ্চ প্রাথমিকের সাড়ে ১৩ হাজার চাকরিপ্রার্থীর মেধা তালিকা প্রকাশ করল এসএসসি

Date:

২০১৬ সালে উচ্চপ্রাথমিকে সহকারি শিক্ষক পদে পরীক্ষা দিয়েছিলেন? শেষ পর্যন্ত তাদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। এবার সফল পরীক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তবে ওয়ার্ক এডুকেশন ও ফিজিকাল এডুকেশনের  জন্য এই তালিকা নয়। মেধা তালিকা ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

আদালতের নির্দেশ  মেনে এই তালিকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা আছে। এই তালিকার ক্ষেত্রে কোথাও যাতে অস্বচ্ছতা না থাকে তার জন্য সবরকম প্রক্রিয়া জারি রেখেছে এসএসসি।

কী কী থাকছে এই তালিকায় ?

প্রায় সাড়ে ১৩ হাজার চাকরিপ্রার্থীর নাম এই তালিকায় আছে। তবে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এই তালিকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা আছে। সেই সঙ্গেই প্রত্যেকের প্রাপ্ত নম্বর, তার শিক্ষাগত যোগ্যতা সহ  প্রয়োজনীয় তথ্য সেখানে যুক্ত করা থাকছে।

কীভাবে এই ফলাফল দেখা যাবে?

এই ফলাফল দেখতে গেলে আপনাকে www.westbengalssc.com এবং www.wbsschelpdesk.com এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে মেধাতালিকা দেখা যাবে।

জানা গিয়েছে, আগামী দিনে ধাপে ধাপে কাউন্সেলিং শুরুর দিকে এগোতে পারে স্কুল সার্ভিস কমিশন। তবে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি পেলেই ধাপে ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ৩০ অগস্ট নিয়োগের জন্য অনুমতি চাওয়া হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। তবে সবক্ষেত্রেই আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নিতে চাইছে এসএসসি। আর কোনও জটিতলা আসুক নিয়োগ প্রক্রিয়ায় এটা কিছুতেই চাইছে না এসএসসি।

 

 

Related articles

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...

কলকাতা লিগে গড়াপেটা কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা

কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার কালো ছায়া। চলতি মরশুমে কলকাতা লিগ(CFL 2025) চলাকালীন ম্যাচ গড়াপেটার বিতর্ক তৈরি হয়। এই...
Exit mobile version