Sunday, November 9, 2025

যোগী রাজ্যের মতো বাংলায় এনকা.উন্টার চাইছেন শুভেন্দু, মোক্ষম জবাব কুণালের

Date:

বাংলায় কোনও ধর্ষণের ঘটনা ঘটলে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো এ রাজ্যেও এনকাউন্টার হোক, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আজ, বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “মাটিগারার ঘটনায় যে অভিযুক্ত সেই আব্বাস ও তার পরিবারকে গ্রেফতার করা হয়নি, কালিয়াগঞ্জে জাভেদকে গ্রেফতার করা হয়নি। উল্টে বিশ্ব হিন্দু পরিষদের যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

শুভেন্দুর আরও সংযোজন, “বাংলায় যোগী আদিত্যনাথজির মতো একজনকে দরকার। ধর্ষণে অভিযুক্ত পাষণ্ডদের। প্রয়োজন হলে এনকাউন্টার করে মারতে হবে। এ ছাড়া আর কোনও উপায় নেই। এই সমস্ত সমাজবিরোধীদের সমাজে থাকা উচিত নয়। এরা ঘৃণিত জীব।”

যদিও মাটিগারার ঘটনা প্রকাশ্যে আসার পরই তদন্তে নেমে অভিযুক্ত মহম্মদ আব্বাসকে গ্রেফতার হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আব্বাসকে গ্রেফতার করে। অন্যদিকে, শুভেন্দুর এনকাউন্টার মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পুলিশ রেয়াত করছে না। মাটিগারার ঘটনার পরই দোষীদের গ্রেফতার করা হয়েছে। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। কিন্তু শুভেন্দুদের মনোভাব স্বৈরাচারী। আইনে ওদের ভরসা নেই। ওরা শুধু মেরে দাও, ভেঙে দাওই জানে। গণতন্ত্র ও সমাজের পক্ষে ওরাও ক্ষতিকারক। হাইকোর্ট দেখতে পাচ্ছে না শুভেন্দুর এই উস্কানিমূলক মন্তব্য। ওকে তো রক্ষাকবচ দিয়ে রেখেছে”।

এখানেই শেষ নয়, কেন্দ্রের বিজেপি সরকারের রিপোর্টকে হাতিয়ার করে কুণাল আরও বলেন, “শুভেন্দু কী মনে করে না করে তা নিয়ে বাংলার মানুষ বা কেন্দ্রীয় সরকারের কোনও মাথাব্যাথ্যা নেই। কেন্দ্রের রিপোর্টে দেখা যায় নারীদের জন্য নিরাপদ শহর কলকাতা। সেই রিপোর্ট কি শুভেন্দু অধিকারী পড়ে না? যে ঘটনা ঘটেছে তা খারাপ, কিন্তু অনেক কমানো গিয়েছে। বাম জমানায় এমন ঘটনা আরও বেশি ঘটেছে।”

 

 

 

 

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version