Friday, May 16, 2025

ওয়েবসাইট থেকে গায়েব লক্ষাধিক আবেদন! কেন্দ্রের ‘তুঘলকি সিদ্ধান্তে’ সরব RTI কর্মীরা  

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট (central government website) থেকে গায়েব লক্ষাধিক আরটিআই আবেদন (RTI Application)এবং সেই সম্পর্কিত তথ্য। এমন খবর প্রকাশ্যে আসার পরই চরম সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। ইতিমধ্যে কেন্দ্রের সমালোচনায় সরব আরটিআই আধিকারিকরা। তাঁদের অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার তথ্য জানার অধিকার আইনের আবেদন নতুন করে গ্রহণ করছে না। পাশাপাশি পুরনো তথ্য তুলে দেওয়ার অভিযোগ সামনে আসছে। ২০১৯ সালের আগে করা তথ্য জানার অধিকার আইনের জবাবের তথ্য ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আরটিআই ওয়েবসাইট খুললে সেখানে দেখা যায়, ওয়েবসাইটটিতে কাজ চলছে এবং পুরনো তথ্য খুব দ্রুত ফিরে আসবে।

গত বছর থেকে নতুন করে আরটিআই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। কেন্দ্রের যুক্তি, ওয়েবসাইটের ওপর বিপুল পরিমাণে চাপ পড়ার কারণে নতুন করে নাম নথিভুক্ত করা স্থগিত রাখা হয়েছে। আরও বলা হয়, ওয়েবসাইট ব্যবহারকারীরা প্রতি ৬ মাসে একটিই আবেদন করতে পারবেন। এছাড়াও বর্তমানে যাঁদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের নতুন করে ব্যক্তিগত তথ্য দিতে হচ্ছে। এই তথ্য না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্ট খোলা যাবে না।

আরটিআই কর্মীদের অভিযোগ, পুরনো তথ্য প্রত্যাহার করে নেওয়া সম্পর্কিত কোনও সরকারি নির্দেশিকা তাঁদের কাছে আসেনি। ২০১৩ সাল থেকে মোট ৫৮.৩ লক্ষ আরটিআই আবদেন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্তক এবং বিভাগে। শুধুমাত্র ২০২২ সালেই ১২.৬ লক্ষের বেশি আরটিআই আবেদন করা হয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই ওয়েবসাইটটি ঠিকমত কাজ করছে না। পুরো ওয়েবসাইট খুলতে সময় নষ্ট হচ্ছে অনেক বেশি এবং তারপরেও পুরোপুরি খোলা যাচ্ছে না ওয়েবসাইটটি।

কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরের বিভিন্ন বিষয়ের তথ্য জানতে ২০০৫ সালে আরটিআই বা তথ্য জানার অধিকার আইন কার্যকর করে তৎকালীন ইউপিএ সরকার। যদিও ২০১৪ সালে মোদি সরকার গঠন হওয়ার পর থেকে এই আইনে আবেদন করার পরেও অনেক বিষয়ে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না।

 

spot_img

Related articles

মধ্যপ্রদেশের শাহদলে মধ্যযুগীয় সোনা- রুপোর ভাণ্ডার! নির্মাণ শ্রমিকদের থেকে উদ্ধার স্বর্ণমুদ্রা

২০২৫ সালের এসে হঠাৎ করে মধ্যযুগের সোনা- রুপোর ভাণ্ডার খুঁজে পাওয়ার ঘটনা (treasure trove of rare medieval gold...

হুগলির ‘ময়ূর গ্রাম’-এ অস্তিত্ব সংকটে জাতীয় পাখি! উদ্বেগে স্থানীয়রা

হুগলির(Hooghly) গান্ধীগ্রাম 'ময়ূর গ্রাম'(Mayur Gram) নামে পরিচিত। কিন্তু সেখানেই বিপন্ন ময়ূর(Peacock)- অভিযোগ স্থানীয়রা। রাজহাট অঞ্চলের গান্ধীগ্রামে ময়ূরের(Peacock) অবাধ...

ইসলামাবাদের ‘শত্রু’র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! তালিবান বিদেশমন্ত্রী- জয়শঙ্কর কথোপকথনে জল্পনা

'শত্রুর শত্রু নিজের বন্ধু', চাণক্যের কূটনীতিকে কাজে লাগিয়ে কি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১৬ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...