Sunday, November 9, 2025

চন্দ্রলোকে নারীশক্তির উদযাপন! মহিলা মহাকাশচারী পাঠাতে উদ্যোগ নাসার

Date:

চাঁদমামা এখন আরও কাছের। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রেখেছে ভারত (India)। পৃথিবীর সবথেকে কাছের উপগ্রহের দক্ষিণ গোলার্ধে প্রথম ভারতীয় মহাকাশযানের পদার্পণ ইতিহাস তৈরি করেছে। ১৪ দিন ধরে চাঁদের দেশের অচেনা দিকগুলি পৃথিবীকে চেনানোর কাজে লেগে পড়েছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান (Rover Praggyan)। ইসরো ইতিমধ্যেই সূর্য অভিযান মিশন আদিত্য এল ১-এর (Aditya L1)ঘোষণা করে দিয়েছে। তবে চাঁদ নিয়ে বড় আপডেট দিল আমারিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (National Aeronautics and Space Administration)। এবার চন্দ্রাভিযানে নারীশক্তির উদযাপন করতে এবার এক মহিলা মহাকাশচারীকে (female astronaut) চাঁদে পাঠাতে চাইছে এই সংস্থা (NASA)।

চাঁদে এখনও পর্যন্ত ১২ জন নভশ্চর পা রেখেছেন। কিন্তু সেই তালিকায় কোনও মহিলা নেই। যেখানে আজকের দুনিয়ায় পুরুষের সঙ্গে নারী সমান দাপটে জলে স্থলে অন্তরীক্ষে কাজ করছে, এমনকি মহাকাশে স্পেস স্টেশনে (Space Station)পৌঁছে গেছেন মহিলা বিজ্ঞানীরা, তাহলে চাঁদ কেন নয়? ১৯৬৯ সালে প্রথম বার চাঁদের মাটিতে পা রেখেছিলেন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। তাঁর সঙ্গেই চন্দ্রভূমে নেমেছিলেন এডউইন অলড্রিন। তবে সেই নিয়ে বিতর্কও রয়েছে। এর পর ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর কমান্ডার ইউজিন সার্নান শেষবারের মতো চাঁদে কোনও মহাকাশচারী হেঁটে ছিলেন। এবার মহিলা মহাকাশচারী পাথিয়ে ২০২৪ সালের নভেম্বর মাসে আবার চাঁদে মানুষ পাঠাবে NASA। প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে চাঁদে যাবেন ক্রিস্টিনা হামোক কচ (astronaut Christina Koch)। তাঁর সঙ্গে যাবেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান (Jeremy Hansen, Victor Glover and Reid Wiseman)। ১০ দিনের আটেমিস-২ অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে।

ছোট থেকেই ক্রিস্টিনার স্বপ্ন ছিল মহাকাশচারী হবেন। ১৯৭৯ সালের ২৯ জানুয়ারি মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে জন্ম হলেও ক্রিস্টিনার বেড়ে ওঠা নর্থ ক্যারোলিনার জ্যাকসিনভিলে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করে ২০০১ সালে নাসা অ্যাকাডেমি প্রোগ্রামে যোগ দেন। ২০১৯ সালে প্রথম বার মহাকাশে পাড়ি দিয়েছিলেন ক্রিস্টিনা। মোট ৩২৮ দিন সেখানে কাটিয়েছেন। এবার চাঁদে যাবেন তিনি।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version