Monday, August 25, 2025

স্ব-স্থানে তারা মা! মধ্যরাতে দেবী মূর্তির প্রত্যাবর্তন, গর্ভগৃহে বসছে এসি

Date:

তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) মূল গর্ভগৃহে সংস্কারের কাজ চলায় বিগ্রহকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছিল। এবার মূল মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হল মা তারার মূর্তি। আজ সকাল থেকে গর্ভগৃহে মায়ের (Tara Maa)পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছিল, দীর্ঘদিন ধরে তারাপীঠ মন্দিরের সংস্কারের কাজ হয়নি। সেই কাজের জন্য মা তারার মূর্তিটি পার্শ্ববর্তী শিব মন্দিরে সরানো হয়। দেবীকে পাশের ভৈরব মন্দিরে স্থানান্তরিত করে সেখানে চলে পূজার্চনা। এদিকে, গর্ভগৃহের বেদিতে নিত্যপুজোও চলছিল। গতকাল মাঝরাতেই মায়ের বিগ্রহ ফের মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়েছে।

মহাপীঠ তারাপীঠ নিয়ে ভক্তদের মনে যুগ যুগ ধরে বিশ্বাস আর ভক্তির মেলবন্ধন রয়েছে। মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তারা মা নাকি ফেরাবেন না এই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। গর্ভগৃহ ও বেদি সংস্কারের পাশাপাশি মন্দিরে রঙও করা হয়। তবে সংস্কারের পর এবার নতুন নিয়ম জারি করা হল মন্দির কর্তৃপক্ষের তরফে। এবার থেকে আলতা, নারকেল ইত্যাদি নিয়ে আর গর্ভগৃহে নিয়ে পুজো দেওয়া যাবে না। সেবাইত কমিটির তরফে বলা হয়েছে নারকেল ফাটানোর জেরে মেঝে ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব এখন থেকে নিষিদ্ধ। সিঁদুর নিয়ে গেলেও তা খোলা যাবে না। এসবের জেরে দেবীর বেশভূষার সৌন্দর্য নষ্ট হয়। তবে গর্ভগৃহ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ভক্তরা এবার থেকে আরামে পুজো দিতে পারবেন। এসি বসানোর জন্য পাইপলাইন তৈরি হলেও এখনই এসি বসছে না। ১৩ সেপ্টেম্বর, কৌশিকী অমাবস্যার আগে সেই কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে মন্দিরের সেবাইত কমিটি।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version