Friday, November 7, 2025

সিনেপর্দায় আজ রাজনৈতিক নেতার কীর্তি, মুক্তি পেল হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) পরিচালিত নতুন বাংলা সিনেমা ‘ ওহ লাভলি’ (Oh Lovely)। এই সিনেমার অন্যতম আকর্ষণ কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Kamarhati MLA Madan Mitra)অভিনয়। সাম্প্রতিক অতীতে রাজনীতি ছাড়াও নানা ভূমিকায় দেখা গেছে এই নেতাকে। কখনও গায়ক কখনও ফুটবল প্রেমী। এবার সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করলেন তিনি। তবে ছবি মুক্তির দিনেও কাজ থেকে ছুটি নেননি বিধায়ক। বরং বিধানসভায় (Assembly)হাজির হলেন একেবারে ‘জামাই’ অবতারে। গত কয়েক দিন ছবির প্রচারে সময় দিয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। তা সত্ত্বেও নিয়ম করে প্রতি দিন বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। অনেকেরই ধারণা ছিল, শুক্রবার ছবিমুক্তির কারণে হয়তো মদন অনুপস্থিত থাকবেন। কিন্তু সেখানেও ব্যতিক্রম। চোখে স্টাইলিশ সানগ্লাস, পরনে ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি পরে অধিবেশনে মদনকে যোগদান করতে দেখেই একে একে মন্ত্রী-বিধায়কেরা তাঁকে অভিনয় জীবনের সূচনার জন্য শুভেচ্ছা জানালেন।

একদিকে রাজনীতি অন্যদিকে সিনেমা, সম্পূর্ণ বিপরীত দুই প্রান্তকে ভালই ম্যানেজ করলেন বিধায়ক। বিধানসভার অধিবেশন শেষ হতেই বরাহনগরের সোনালি সিনেমা হলের উদ্দেশে রওনা হন মদন মিত্র। সেখানেই কর্মী-সমর্থকদের নিয়ে সন্ধ্যায় ছবি দেখার কথা তাঁর। পশ্চিমবঙ্গের মোট ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর ছবি। মন্ত্রী-বিধায়কদের ‘ ওহ লাভলি’ দেখার অনুরোধও করেন মদন মিত্র।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version