Thursday, November 6, 2025

ফের প্রশ্নের মুখে CBI-র ভূমিকা! আলিপুর আদালতে দলবদলু শুভেন্দুকে নিশানা জীবনকৃষ্ণর

Date:

কেন্দ্রীয় এজেন্সি ব্যর্থ, তারা কিছুই প্রমাণ করতে পারছে না। এর আগে আপনারা সবাই খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি দেখেছেন। তাকেই তো ধরতে পারছে না। সেটা আগে তদন্ত করতে বলুন। সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করলেন নিয়োগকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। শুক্রবার আলিপুর কোর্ট (Alipore Court) থেকে বেরনোর সময় প্রিজন ভ্যানের ভিতর থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন জীবনকৃষ্ণ।

জামিন (Bail) পাওয়ার জন্য একাধিকবার আদালতে সওয়াল করলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টে তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাঁর জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। আর তারপরই প্রিজন ভ্যান থেকে নাম না করে দলবদলুকে নিশানা করেন তিনি। এদিন সাংবাদিকরা তাঁকে তদন্ত নিয়ে জিজ্ঞাসা করলে প্রিজন ভ্যান থেকেই তিনি বলেন, এটা কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তারা কিছুই প্রমাণ করতে পারছে না। এরপরই জীবনকৃষ্ণ অভিযোগ তোলেন, আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি। তাকেই তো ধরতে পারছে না। আগে তার তদন্ত করুন। এরপরই সাংবাদিকরা প্রশ্ন করেন, কাকে ইঙ্গিত করে একথা বললেন তিনি? জবাবে জীবনকৃষ্ণ সাহা জানান, কার কথা বলছি আপনারা ভালই জানেন। তাঁর আরও সংযোজন, দেখুন আপনারা তদন্ত করুন, পেয়ে যাবেন। এদিন একদিকে দলবদলু এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেন তিনি।

এদিকে, শুক্রবার ফের আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এদিন বিচারক সওয়াল জবাব চলাকালীন সিবিআই-র আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, তদন্তের অগ্রগতি কোথায়? একমাস আগে শেষ রিপোর্ট জমা দিলেও দীর্ঘ একমাস কেন কোনও তদন্ত হয়নি? পাশাপাশি সিবিআইয়ের আইনজীবীর থেকে বিচারক জানতে চান জেলে একজন বন্দিকে রাখতে সরকারের কত খরচ হয় জানেন? চলতি বছরের ১৭ই এপ্রিল মুর্শিদাবাদের বড়ঞার আন্দিতে নিজের বাড়ি থেকে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই।

 

 

 

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version