লাগাতার বৃষ্টি! দার্জিলিঙে বাড়ি ধসে ম.র্মান্তিক পরিণতি ব্যক্তির

টানা ভারী বৃষ্টি (Heavy Rain) জের। আর তাতেই ভয়াবহ অবস্থা দার্জিলিঙে (Darjeeling)। শৈলশহরে ধসের (Landslide) জেরে একটি বাড়ি ভেঙে পড়েছে বলে খবর। আর সেই বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management Team)। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বাবুলাম রায় (৫৯)।

দার্জিলিংয়ের তাকভর সংলগ্ন পাতাবং এলাকার রঙ্গিত গ্রাম পঞ্চায়েতের বিজনবাড়ি ব্লকে টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ নামে ধস। এর জেরেই ভেঙে পড়ে আস্ত একটি বাড়ি। দুর্ঘটনার জেরে ওই বাড়ির বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়। ভাঙা বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়েই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে অনিত থাপার নির্দেশে ঘটনাস্থলে আসেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা। অন্যদিকে, শুক্রবার পুলবাজার থানার পুরদুং এলাকায় ধস নেমে লোধামা যাওয়ার রাস্তা বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জেরে লোধামার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধস নেমেছে ৫৫ নম্বর জাতীয় সড়কেও। তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ধসের কারণে জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ায় গাড়িগুলিকে অন্য পথে ঘোরানো হয়েছে।

শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।