Thursday, August 21, 2025

জাতীয় পুরস্কার জিতে ইতিহাস তৈরি ‘পুষ্পা’র! বিরাট সাফল্য আল্লু অর্জুনের

Date:

৬৯ তম জাতীয় পুরস্কার (69th National Film Award) ঘোষণা হতেই তেলুগু সিনে জগতে(Telugu entertainment industry) উচ্ছাসের বন্যা।’ পুষ্পা'(Pushpa )সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার (Best Actor) জাতীয় পুরস্কার জিতে নিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। তৈরি হল নয়া কীর্তি। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেলেও এই প্রথম সেই ইন্ডাস্ট্রির কোনও অভিনেতা জাতীয় পুরস্কার (National Award) জিতে নিলেন।

বছর দুই আগে সিলভার স্ক্রিনে মুক্তি পায় এই ছবি।।গান থেকে গল্প, অভিনয় থেকে অসাধারণ চিত্রনাট্য, ডায়ালগ সবেতেই নজরকাড়া ‘পুষ্পা’। দর্শকের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। আল্লু অর্জুনের ভক্তরা তো বটেই, সিনে বিশ্লেষকরাও প্রশংসা করেছিলেন তাঁর অভিনয়শৈলীর। ফলে বক্স অফিসে রেকর্ড তৈরি হতে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার জাতীয় চলচিত্র পুরস্কার ঘোষণার পর দেশের সেরা অভিনেতাদের মধ্যে নিজের জায়গা আরও পাকাপাকিভাবে তৈরি করে নিলেন আল্লু অর্জুন।

অভিনয়ের প্রতি আবেগ, অধ্যাবসায় ও অসামান্য প্রতিভার পরিচয় আগেই দিয়েছেন এই অভিনেতা। তাঁর যখন ২০ বছর বয়স তখন প্রথম ছবি মুক্তি পায়। সেভাবে সাফল্য না পেলেও সেদিন থেকেই নিজের জাত চিনিয়েছিলেন দক্ষিণী তারকা অভিনেতা।বানি, রেস গুরম, সার্রাইনডু, দেশামুদুরু, পারুগু, আর্য ২, বেদম, আলা বৈকুণ্ঠপুরমালু – একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দুটি নন্দী অ্যাওয়ার্ড, একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড-সহ একগুচ্ছ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এবার জুড়ে গেল জাতীয় পুরস্কার। পুষ্পা সিনেমায় তাঁর অভিনয় দক্ষিণী সিনেমাকে সর্বভারতীয় স্পটলাইটে নিয়ে আসে। এবার সেই ছবির সিকুয়েল আসার পালা।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version