Saturday, November 15, 2025

জাতীয় পুরস্কার জিতে ইতিহাস তৈরি ‘পুষ্পা’র! বিরাট সাফল্য আল্লু অর্জুনের

Date:

৬৯ তম জাতীয় পুরস্কার (69th National Film Award) ঘোষণা হতেই তেলুগু সিনে জগতে(Telugu entertainment industry) উচ্ছাসের বন্যা।’ পুষ্পা'(Pushpa )সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার (Best Actor) জাতীয় পুরস্কার জিতে নিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। তৈরি হল নয়া কীর্তি। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেলেও এই প্রথম সেই ইন্ডাস্ট্রির কোনও অভিনেতা জাতীয় পুরস্কার (National Award) জিতে নিলেন।

বছর দুই আগে সিলভার স্ক্রিনে মুক্তি পায় এই ছবি।।গান থেকে গল্প, অভিনয় থেকে অসাধারণ চিত্রনাট্য, ডায়ালগ সবেতেই নজরকাড়া ‘পুষ্পা’। দর্শকের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। আল্লু অর্জুনের ভক্তরা তো বটেই, সিনে বিশ্লেষকরাও প্রশংসা করেছিলেন তাঁর অভিনয়শৈলীর। ফলে বক্স অফিসে রেকর্ড তৈরি হতে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার জাতীয় চলচিত্র পুরস্কার ঘোষণার পর দেশের সেরা অভিনেতাদের মধ্যে নিজের জায়গা আরও পাকাপাকিভাবে তৈরি করে নিলেন আল্লু অর্জুন।

অভিনয়ের প্রতি আবেগ, অধ্যাবসায় ও অসামান্য প্রতিভার পরিচয় আগেই দিয়েছেন এই অভিনেতা। তাঁর যখন ২০ বছর বয়স তখন প্রথম ছবি মুক্তি পায়। সেভাবে সাফল্য না পেলেও সেদিন থেকেই নিজের জাত চিনিয়েছিলেন দক্ষিণী তারকা অভিনেতা।বানি, রেস গুরম, সার্রাইনডু, দেশামুদুরু, পারুগু, আর্য ২, বেদম, আলা বৈকুণ্ঠপুরমালু – একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দুটি নন্দী অ্যাওয়ার্ড, একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড-সহ একগুচ্ছ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এবার জুড়ে গেল জাতীয় পুরস্কার। পুষ্পা সিনেমায় তাঁর অভিনয় দক্ষিণী সিনেমাকে সর্বভারতীয় স্পটলাইটে নিয়ে আসে। এবার সেই ছবির সিকুয়েল আসার পালা।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version