Thursday, November 13, 2025

মিথ্যে বলছেন মোদি: লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

Date:

লাদাখে(Ladakh) ভারত-চিন উত্তেজনা ও জমি দখল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ‘মিথ্যেবাদী’ বলে আক্রমণ শানালেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। লাদাখের মাটিতে দাঁড়িয়ে জানালেন, এই এলাকায় ভারতের থেকে বিশাল পরিমাণ জমি কেড়ে নিয়েছে চিন (China)। কিন্তু সেই কথা মানতে নারাজ মোদি।

বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনের শেষে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রনেতার এই আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসতেই লাদাখ নিয়ে মুখ খোলেন রাহুল। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কৌশলগত ক্ষেত্রে লাদাখ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে বিশাল জমি দখল করে নিয়েছে চিন। কিন্তু সর্বদল বৈঠকে এসে প্রধানমন্ত্রী বলেছেন লাদাখের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। এটা একেবারে ডাহা মিথ্যে।” উল্লেখ্য, বর্তমানে লাদাখ সফরে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লেহ ও লাদাখের বেশ কিছু জায়গায় সফরে গিয়েছেন তিনি, সেখানকার মানুষের সঙ্গে দেখা করে কথাও বলেছেন তিনি।

প্রসঙ্গত, লাদাখের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ভারত-চিন দুই দেশই। একাধিকবার অভিযোগ উঠেছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এসে গ্রাম তৈরি করেছে চিন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মোদি সরকার। যদিও লাদাখের স্থানীয় মানুষের পাশাপাশি একাধিক রিপোর্টে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভারতে জমি অবৈধভাবে দখল করে রেখেছে চিন। এই সমস্যার সমাধানে একাধিকবার দুই দেশের সেনা বৈঠক হলেও এখনও কোনও সুরাহা হয়নি। এই ইস্যুতেই এবার মোদিকে মিথ্যাবাদী বলে তোপ দাগলেন রাহুল।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version