স্বপ্নভঙ্গ, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয়

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থাইল্যান্ডের ভিটিদসর্নের বিরুদ্ধে প্রথম সেটে জয় পেয়েও ম‍্যাচ হারলেন ভারতীয় শাটলার।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থাইল্যান্ডের ভিটিদসর্নের বিরুদ্ধে প্রথম সেটে জয় পেয়েও ম‍্যাচ হারলেন ভারতীয় শাটলার। ম‍্যাচের ফলাফল ২১-১৮, ১৩-২১, ১৪-২১। এই হারের ফলে বিশ্ব ব‍্যাডমিন্টন চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না প্রনয়ের। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় শাটলারকে।

শুরুটা ভালোই করেন ভারতীয় শাটলার। প্রথম সেটে এইচএস প্রণয় থাইল্যান্ডের কুনলাভুট ভিটিদসর্নের বিরুদ্ধে ২১-১৮ ফলাফলে জেতেন। আত্মবিশ্বাসী প্রণয় দ্বিতীয় সেটেও ভাল শুরু করেন। দ্বিতীয় সেটের শুরুতে ৪-০ এগিয়ে যান। এরপর থাই এর এই খেলোয়াড় খেলায় ফিরে আসেন এবং ৭-৭ ফলাফল করেন। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটে ১৩-২১ ফলাফলে পরাজিত হন প্রণয়। তৃতীয় সেটে ব্যাডমিন্টনের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা ভিটিদসর্নের কাছে ২১-১৪ ফলাফলে পরাজিত হন প্রণয়।

আরও পড়ুন:বিশ্বকাপ নিয়ে উন্মদনা তুঙ্গে, টিকিট বিক্রি হতেই ক্র্যাশ করল অনলাইন অ‍্যাপ