Wednesday, August 27, 2025

চাঁদের মাটিতে নিজের কাজে ব্যস্ত রোভার ‘প্রজ্ঞান’ (PRAGYAN)। গোটা বিশ্বকে অবাক করে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। তৈরি হয়েছে ইতিহাস।এখনও পর্যন্ত নির্বিঘ্নে ইসরোর (ISRO) পরিকল্পনামাফিকই এগোচ্ছে ভারতের তৃতীয় মনুষ্যবিহীন চন্দ্র অভিযান। কী কাজ করছে রোভার তা প্রকাশ্যে আনল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

গত বুধবার সন্ধ্যা ৬টা ৪মিনিটে চাঁদের মাটিতে প্রথম বার পা রাখে ‘বিক্রম’। তার পর চাঁদের মাটিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শক্তি সঞ্চয়ের কাজ শুরু। কয়েক ঘণ্টা পরে গড়গড়িয়ে নেমে আসে রোভার ‘প্রজ্ঞান’। সেই ভিডিও প্রকাশ্যে এনেছে ইসরো। এরপর শুক্রবার সন্ধ্যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে‘প্রজ্ঞান’ রোভারের অগ্রগতির গতিপ্রকৃতিও জানিয়েছে। রোভারটি সফল ভাবে ৮ মিটার পথ অতিক্রম করে ফেলেছে। তবে এ হাঁটা সাধারণ হাঁটা নয়, হাঁটার পাশাপাশি চাঁদের মাটির বৈশিষ্ট্য, পৃথিবীর উপগ্রহের ভূপ্রকৃতিও খুঁটিয়ে দেখা হচ্ছে।প্রজ্ঞানের পে-লোড ‘এলআইবিএস’ (LIBS) এবং ‘এপিএক্সএস’ (APXS) চালু করে দেওয়া হয়েছে। এই ‘আলফা পার্টিকল এক্স-রে স্পেকট্রোমিটার’ (Alpha particle X-ray spectrometer) চাঁদের মাটির রাসায়নিক গঠন এবং মাটির নীচে লুকিয়ে থাকা খনিজ ভান্ডারের গঠনের বিজ্ঞানসম্মত অনুমান বিজ্ঞানীদের হাতে তুলে দেবে। এর পাশাপাশি ‘লেসার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ’ (Laser-induced breakdown spectroscope) চাঁদের মাটি এবং শিলার মৌলিক গঠন অর্থাৎ ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম ইত্যাদি রাসায়নিক ঠিক কী রূপে মিশে রয়েছে, তা বিশ্লেষণ করবে। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে রোভার তথ্য সংগ্রহ করবে, ‘বিক্রম’ সেই তথ্য পাঠাবে পৃথিবীতে। সৌরশক্তিতে কাজ করবে ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞান’। আপাতত বিক্রম অবতরণস্থলেই দাঁড়িয়ে থাকবে। ইসরো থেকে যাবতীয় বার্তা সরাসরি পৌঁছবে বিক্রমে। তার পর ‘বিক্রম’ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই বার্তা বেছে প্রয়োজন অনুসারে পাঠাতে থাকবে চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়ানো রোভার প্রজ্ঞানে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর সেরে বেঙ্গালুরু পৌঁছেই সোজা ইসরো গেলেন প্রধানমন্ত্রী। তাঁর গলায় ‘জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ স্লোগান। চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য শনিবার ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version