Wednesday, May 7, 2025

টেলি অ্যাকাডেমির মঞ্চে পুরস্কৃত গীতিকার-সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়! নাম ঘোষণার পরেই…

Date:

বিনোদন জগতের (Entertainment Industry) তারকাদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বেশ ভালই সখ্যতা আছে। সিনে এবং টেলি দুনিয়ার কলাকুশলীদের সব ধরনের সুযোগ সুবিধার দিকে দৃষ্টি তাঁর। বৃহস্পতিবার এক মেগা অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। যেখানে টেলিভিশন দুনিয়ার তারকাদের সম্মানিত করা হয়। আর সেখানেই পুরস্কৃত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাঁর নাম ঘোষনা হতেই মঞ্চ থেকে নেমে যান তিনি।

বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন গুণী শিল্পী। কবিতা লেখা, আঁকা, গান লেখা, সবেতেই পারদর্শী। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর লেখা গান সমাদৃত হয়। কিন্তু মেগা সিরিয়ালের টাইটেল ট্র্যাক লেখা এবং সুর দেওয়ার কাজটাও যে তিনি নিঃশব্দে করে ফেলেছেন, সেটা কে আর জানতো!বরাবরই সিরিয়াল দেখতে পছন্দ করেন মুখ্যমন্ত্রী। স্টার জলসা থেকে জি বাংলার প্রতিটি ধারাবাহিকের নাম একেবারে মুখ্যমন্ত্রীর ঠোঁটের ডগায় । বক্তব্যের মাঝেই তুলে ধরলেন পছন্দের সিরিয়ালের তালিকাও। বাংলার অন্যতম জনপ্রিয় দুই ধারাবাহিক ‘দেশের মাটি’ ও ‘গুড্ডি’ সিরিয়ালের টাইটেল সংয়ের কথা ও সুর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Awards 2023) অনুষ্ঠানের সোনালি সন্ধ্যায় ‘অনন্য টেলি সম্মানে’ ভূষিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণার পর বেশ অস্বস্তিতে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মঞ্চ থেকে পুরস্কার না নিয়েই নেমে পড়েন আর এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হতেই মুহূর্তে ভাইরাল।

আরও পড়ুন- ২৮ শে সমাবেশের আগে ছাত্র সমাজকে ‘দায়িত্ব-কর্তব্য’ পাঠ দিলেন কুণাল-তাপস

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version