Wednesday, August 27, 2025

যাদবপুরকাণ্ডে পুলিশি হে.ফাজতের মেয়াদ বাড়ল দীপশেখর-মনোতোষের! ফের দায়ের নয়া মামলা  

Date:

যাদবপুরকাণ্ডে (Jadavpur University Case) অভিযুক্ত মনোতোষ ঘোষ (Manotosh Ghosh) এবং দীপশেখর দত্তর (Deepsekhar Dutta) বিরুদ্ধে পুলিশকে হস্টেলে (Hostel) ঢুকতে বাধা দেওয়ায় ৩৫৩ ধারায় মামলা দায়ের করল পুলিশ। নতুন এই মামলায় অভিযুক্তদের আগেই নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। শনিবার সেই আবেদনই মেনে নেয় আলিপুর আদালত। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার মূল মামলায় মনোতোষ এবং দীপশেখরকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

শনিবারই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে দীপশেখর এবং মনোতোষের। আর সেকারণেই দুজনকে আলিপুর আদালতে হাজির করানো হয়। এদিন আদালতে দীপশেখরের আইনজীবী জানান, এমনিতেই তাঁর মক্কেল মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে পুলিশি হেফাজত শেষ হওয়ার দিনে নতুন করে মামলায় যুক্ত করতে চাইছে পুলিশ। এরপরই জামিনের আবেদন করলে এই দাবি মানেননি সরকারি আইনজীবী। অন্যদিকে, মনোতোষের আইনজীবী প্রশ্ন তোলেন, পুলিশ আগেই র‍্যাগিংয়ের ধারা দিয়েছে। তারপর কেন ফের নতুন মামলায় তাঁদের হেফাজতে চাওয়া হচ্ছে? যদিও এদিন সরকারি আইনজীবী সেই জামিনের বিরোধিতা করেন। এরপর সরকারি আইনজীবীর দাবি মতো পুলিশি হেফাজতে পাঠানো হয় মনোতোষ এবং দীপশেখরকে।

পড়ুয়ামৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত ১৩ অগাস্ট সকালে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর এবং সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষকে।

 

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version