Saturday, November 8, 2025

সোনারপুরে সমবায় সমিতিতে দুর্নী.তির অভিযোগ! রাস্তা অবরোধ করে বিক্ষো.ভ গ্রাহকদের

Date:

সমবায় দুর্নীতির অভিযোগকে (Co Operative Bank Corruption) কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল সোনারপুর (Sonarpur)। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমবায় ব্যাঙ্কে ১০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, এই সমবায় ব্যাঙ্ক আমানতকারীদের জমানো টাকা ফেরাচ্ছে না। গত ৬ মাস ধরে ব্যাঙ্কের ৬ হাজার ৩১৯ জন গ্রাহক তাঁদের জমানো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। শনিবার ঘটনা প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, আইনত প্রমাণ হলে এই ঘটনায় বাংলায় কাউকে রেয়াত করা হবে না। অন্যায় হলে তার বিচার অবশ্যই হবে।

অন্যদিকে, আমানতকারীদের দাবি, বিডিও অফিস (BDO Office) থেকে আরম্ভ করে মহকুমাশাসকের দফতর, সর্বত্রই বিষয়টি তাঁরা জানিয়েছেন। পাশাপাশি সমবায়ের স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তীকেও বদলির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি আমানতকারীদের। শনিবার এই অভিযোগেই সমবায় অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পরে বারুইপুর কামালগাজি বাইপাস রোড অবরোধ করেন গ্রাহকরা।

অবিলম্বে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডি (Enforcement Directorate) তদন্তের দাবি জানিয়েছেন গ্রাহকরা। এদিন পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর ও সোনারপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তবে আগামী ১৫ দিনের মধ্যে কোনও উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। তবে এদিনের ঘটনা প্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, আমাদের কাছে খবর আসার পরই আমরা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সম্পত্তি বিক্রি করে হলেও টাকা ফেরাতে বলেছি। লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতিতে যা সম্পত্তি আছে, সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা অবিলম্বে ফেরানোর নির্দেশ দেন মন্ত্রী।

 

 

 

 

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version