Monday, November 10, 2025

বিজেপির নেতাদের সঙ্গে নিয়ে মাটিগাড়ায় মৃ.তা ছাত্রীর বাড়িতে রাজ্যপাল!

Date:

বাংলায় সমান্তরাল শাসন চালানোর প্রচেষ্টা। যে কোনও ঘটনা ঘটলেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিলিগুড়ির মাটিগাড়া (Matigara) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল। পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও মন্তব্য করেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সঙ্গে ছিলেন বিজেপির (BJP) সাংসদ-বিধায়ক-নেতা। একইদিনে নির্যাতিতার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।

শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় স্কুলড্রেস (School Dress) পরা ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, ঝোপ-জঙ্গলে ভরা জায়গায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে ইট দিয়ে নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত মহম্মদ আব্বাস। ৬ ঘণ্টার মধ্যেই ধরা পরে যায় সে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার। এদিন মাটিগাড়ায় যান সি ভি আনন্দ বোস। মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, তদন্ত চলছে। অভিযুক্ত শাস্তি পাবেই। এরপরেই রাজ্যকেও নিশানা করেন আনন্দ বোস।

এদিনই মৃতার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Ray) ও উপদেষ্টা অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)। অনন্যা চক্রবর্তী জানান, মৃতার পরিবার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

কিন্তু যেখানে রাজ্য প্রশাসন তৎপর। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ধরা পড়েছে। নাবালিকার পরিবারের পাশে আছে রাজ্য সরকার। সেখানে রাজ্যপাল ঘটনাস্থলে গিয়ে কেন জনঘোলা করছেন! আর সঙ্গে বিজেপি নেতা-সাংসদ-বিধায়কদের নিয়ে নির্যাতিতার সঙ্গে নিয়ে যান আনন্দ বোস। শাসকদলের নেতারা বারবারই তাঁকে বিজেপি নেতা বলে কটাক্ষ করেন। এই দিনের ঘটনা তাঁদের সেই অভিযোগকেই সমর্থন করে।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version