Sunday, December 21, 2025

১০০ কোটি চেক দান, অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা! ভক্তের কাণ্ডে তাজ্জব নরসিংহ মন্দির কর্তৃপক্ষ

Date:

Share post:

দেবতার উদ্দেশ্যে দানের অনেক ঘটনা আছে। কেউ সর্বস্ব দান করেন, কেউ আবার দেন কণিকা মাত্র। কিন্তু ব্যাঙ্কে মাত্র ১৭ টাকা। আর ১০০ কোটি টাকার চেক মন্দিরে দান করেছেন ভারাং লক্ষ্মী নরসিংহ দেবস্থানম। ঘটনায় তাজ্জব অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) বিশাখাপত্তনমের সিংহচালামের শ্রী ভারাহ লক্ষ্মী নরসিংহ মন্দির (Temple) কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে, মন্দির কমিটি (Committee) দানের পরিমাণ দেখে হতবাক হয়ে যায়। কারণ এত বড় দক্ষিণা আগে কখনও জমা পড়েনি। কিন্তু আসল অবাক যাওয়ার ঘটনা আসে পরে, যখন তারা চেকটি ব্যাংকে জমা দেয়। কারণ নরসিংহের অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৭ টাকা। এই অদ্ভুত ঘটনায় মন্দির কর্তৃপক্ষ চিন্তায় পড়ে যায়। ইচ্ছাকৃত নাকি ভুল- এই নিয়ে আলোচনা শুরু হয়। যদি এটি মন্দিরকে প্রতারণা করার চক্রান্ত বলে প্রমাণিত হয়, তবে তারা ভক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিশাখাপত্তনম শাখার চেকে তারিখের গোলমাল আছে। সেই কারণে অ্যাকাউন্টধারীকে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করাতে চাইছে মন্দির কর্তৃপক্ষ। যদি দেখা যায় যে দাতার উদ্দেশ্য অসৎ, তাহলে চেক বাউন্সের মামলা দায়ের হতে পারে।

২৩ অগাস্ট হুন্ডি সংগ্রহের গণনার সময় ১০০ কোটি টাকার চেক পেয়েই হোঁচট খেয়েছিল মন্দির কর্তৃপক্ষ। চেকের সত্যতা যাচাই করতে, তারা এমভিপি কলোনির কোটক ব্যাঙ্ক শাখায় যায়। জানা যায়, যে চেকের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টটি বোদ্দেপল্লি রাধাকৃষ্ণের। অ্যাকাউন্ট নম্বরটি ছিল 8313295434। তাঁর তহবিলে মাত্র ১৭টাকা রয়েছে। লোকেরা সিংহচলম মন্দিরকে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দির বলেও পরিচিত। সিংহাচলম পার্বত্য রেঞ্জ হল পূর্ব ঘাটের একটি অংশ। পাহাড়ের উত্তর দিকের উপরে একটি অ্যাম্ফিথিয়েটারের মতো স্থাপত্য। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মনোরম সিংহাচলম পার্বত্য রেঞ্জে রয়েছে মন্দিরটি। বরাহ নরসিংহের রূপে বিষ্ণু পুজো করা হয়। এবার, চেক নিয়ে কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

 

spot_img

Related articles

দীপু দাসের খুনে ইউনূসের গ্রেফতারি ‘শো অফ’: সরব তসলিমা

দীপু দাসের হত্যা নিয়ে প্রশাসন যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে তা কার্যত লোক দেখানো বলে দাবি করলেন লেখিকা...

যুবদের ম্যাচেও উত্তেজনা চরমে, বৈভবদের ব্যর্থতায় ট্রফির স্বপ্নভঙ্গ ভারতের

আইসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে(U19 Asia Cup) ভারতের স্বপ্নভঙ্গ, ফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতীয় যুব দলের।  ভারত-পাকিস্তান...

পরিকাঠামোহীন কয়লা খনি: দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু ২ শ্রমিকের

ঝাড়খণ্ডে(Jharkhand) আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা। শনিবার হাজারিবাগে প্রায় রাত ১১ টা নাগাদ সেন্ট্রাল কোল্ডফিল্ড(Coal Fiedl) লিমিটেডের কমান্ড এলাকায়...

মেসি কাণ্ড থেকে শিক্ষা নেওয়ার বার্তা, ইস্টবেঙ্গলকে অভিনন্দন বাইচুংয়ের

এক সপ্তাহ অতিক্রান্ত কলকাতার মেসি ইভেন্ট হয়েছে। কিন্ত তার রেশ এখনও চলছে। যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে নানা মুণির নানা...