Tuesday, August 26, 2025

টানা দু’দিন বৃষ্টির পর সকাল থেকেই রবিমামার মুখে হাসি। বেলা যতই গড়াচ্ছে ততই বাড়ছে রোদের তেজ। দু’দিনের লাগাতার বৃষ্টির পর আজ তিলোত্তমায় অস্বস্তিকর গরম। তবে অবিরাম বৃষ্টি থেকে আজও মুক্তি মেলেনি উত্তরবঙ্গে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে বৃষ্টির পরিমাণও কমবে।

আরও পড়ুনঃ ভারতের স্বাধীনতা ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি, বন্ধ হচ্ছে ইন্ডিয়া ক্লাব
হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া,দিঘার উপর দিয়ে বঙ্গোপসগার পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।জারি হয়েছে হলুদ সতর্কতা।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টিপাতের জেরে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে বলে সতর্ক করেছে আহহাওয়া দফতর। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই পাহাড়ি এলাকাগুলিতে ধস নেমে বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট।
অন্যদিকে, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হলেও আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও শহরতলির জেলাগুলিতে। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। এছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টি গত কয়েকদিনের তুলনায় কম হবে। বাড়বে তাপমাত্রা।

 

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version