Saturday, August 23, 2025

যোগ্যতা নিয়ে প্রশ্ন! প্রেস ক্লাবে ক্ষো.ভপ্রকাশ ৩২ হাজার শিক্ষকের একাংশের

Date:

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার একাংশ এবার তাঁদের জীবনযুদ্ধের কথা তুলে ধরলেন। শনিবার প্রেস ক্লাবে (Kolkata Press Club) সাংবাদিক সম্মেলন করে একাধিক ক্ষোভের কথা তুলে ধরলেন তাঁরা। গত ১২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি হারান। তবে পরে শীর্ষ আদালতের নির্দেশে কাজে যোগও দেন তাঁরা। কিন্তু সমস্যা হয় চাকরি হারানোর পর থেকেই। সমাজের নানা স্তরে চরম অপমানিত হতে হয় তাঁদের। এদিন তাঁরা সাফ জানান, মামলা বিচারাধীন, তদন্ত চলছে। আর এমন আবহে কীভাবে তাঁদের আচমকা অযোগ্য বলা যায় সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের একাংশ।

এদিন নিয়োগ সংক্রান্ত একাধিক নথি পেশ করে শিক্ষক শুভাশিস সিনহা, পঙ্কজ দাসের প্রশ্ন, দীর্ঘ ৬ বছর কর্মরত থাকার পর কীভাবে বলা যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই অযোগ্য? ২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৭ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয় ৪২ হাজার ৫০০ জনকে। এর মধ্যে প্রশিক্ষিত ৬৫০০ জনকে নিয়ে বরাবরই কোনও বিতর্ক নেই। কিন্তু বাকিদের প্রশিক্ষণ না থাকায় বিতর্ক শুরু হয় এবং মামলা গড়ায় হাই কোর্টে।

তবে সাংবাদিক সম্মেলনে জীবন যুদ্ধের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষিকা মৌসুমী বেগম। তবে এদিন বিক্ষুব্ধ শিক্ষকদের প্রত্যেকেরই বক্তব্য, ৩২ হাজার শিক্ষকের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ পরিবার। অন্তত সামাজিক, অর্থনৈতিক ও মানবিকতার দায়বদ্ধতার কথা ভাবা উচিত।

 

 

 

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version