গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের পর বৃদ্ধার পুত্রকে আটক করেছে পুলিশ (Police)। দেহ ময়নাতদন্তের জন্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেলেঘাটার (Belegata) কবি সুকান্ত সরণি এলাকায় পুত্র মানিকের সঙ্গে থাকতেন নন্দিতা বসু নামে ওই বৃদ্ধা। স্থানীয় সূত্রে খবর, ছেলের সঙ্গে হামেশাই অশান্তি হত বৃদ্ধার। শনিবারও দু’জনের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময়ে মাকে মারধর করেন মানিক। তাতেই তাঁর মৃত্যু হয়।
দুপুর ২টো নাগাদ বেলেঘাটা থানায় বিষয়টি জানান স্থানীয়রা। মানিককে আটক করেছে বেলেঘাটা থানা পুলিশ। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
–
–
–
–
–
–
–