ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ বলছেন, “এবার ডুরান্ড কাপ (Durand Cup Final) বাংলার বাইরে যাবে না”, কারোর কথায় “অন্তত দুটো গোল তো করবেই জাস্টিনরা”। গ্যালারির টিফোতে ডায়মন্ড সমর্থকদের স্লোগান, ‘বাংলা-ট্রফি -কিবুর ম্যাজিক বন্ড, হোক সে আই লিগ হোক ডুরান্ড’।
নর্থইস্ট ইউনাইটেডকে (North East United FC) হারিয়ে বাংলার দল হিসেবে ডুরান্ড জিততে মরিয়া কোর্তাজার-জবিরা। দলকে পুরোদমে সমর্থন করতে DHFC জার্সি পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ প্রিয় দলের পোস্টার, ব্যানার নিয়ে খেলার শুরু থেকেই গ্যালারি মাতাচ্ছেন DHFC ফ্যানেরা।
নর্থইস্টের গোলমেশিন আজারাইকে ঠেকাতে আগে থেকেই পরিকল্পনা তৈরি করে রেখেছেন স্প্যানিশ কোচ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে দুই বড় দলকে হারাবার পর ফাইনালে অপ্রতিরোধ্য হয়ে উঠতে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিয়ে স্বপ্নে বিভোর টিম DHFC।
–
–
–
–
–
–
–
–
–