আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে (Sudipta Roy) জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার দুপুরে সিবিআই (CBI)-র দুই আধিকারিক সুদীপ্তের সিঁথির বাড়িতে যান। যদিও তৃণমূল বিধায়ক বাড়িতে নেই বলে খবর। তিনি ফিরলে CBI আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। আর জি করের তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর সুদীপ্তকে তার জায়গায় আনা হয় ডা. শান্তনু সেনকে।
গত বছর ৯ অগাস্ট সকালে আরজি ক র মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই দিনই আর জি কর হাসপাতালে যান সুদীপ্ত। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের অপরাধদমন শাখা তাঁর সিঁথির বাড়িতেই তল্লাশি চালায়।
–
–
–
–
–
–
–