Monday, November 3, 2025

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় সাড়ে ছশো পাতার চার্জশিট (chargesheet) পেশ করা হয়। সেখানে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া মনোজিৎ মিশ্রর পাশাপাশি গ্রেফতার হওয়া আরও তিনজনের নাম রয়েছে। রাজ্যের নারী-অপরাধে চূড়ান্ত শাস্তির পক্ষে রাজ্য প্রশাসন। ঠিক যেভাবে আইন কলেজের গণধর্ষণের (gang rape) ঘটনায় অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার করে কলকাতা পুলিশ, সেভাবেই দ্রুত নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্য দ্রুত চার্জশিট পেশ পুলিশের।

চলতি বছরের ২৬ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) এক ছাত্রী কলেজ ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ করেন। ২৫ জুন কলেজে ফর্ম ফিলাপের পরে কলেজেরই প্রাক্তন পড়ুয়া আইনজীবী মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই ছাত্রী। সেই সময়ে আরও দুই পড়ুয়া জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় পাহারায় থেকে মনোজিৎকে সাহায্য করে বলে অভিযোগ। সেই কারণেই গণধর্ষণের ধারা দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সেই সঙ্গে সেই সময়ে উপস্থিত থেকে নিরাপত্তায় গাফিলতিতে গ্রেফতার হন বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

অভিযোগ দায়েরের ৫৮ দিনের মাথায় আলিপুর আদালতে সাড়ে ছশো পাতার চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। মনোজিতের বিরুদ্ধে ৯টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি দুই পড়ুয়ার বিরুদ্ধে ৬টি ধারা ও নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ৭ টি ধারায় মামলা দায়ের হয়েছে।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version