Friday, November 7, 2025

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় সাড়ে ছশো পাতার চার্জশিট (chargesheet) পেশ করা হয়। সেখানে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া মনোজিৎ মিশ্রর পাশাপাশি গ্রেফতার হওয়া আরও তিনজনের নাম রয়েছে। রাজ্যের নারী-অপরাধে চূড়ান্ত শাস্তির পক্ষে রাজ্য প্রশাসন। ঠিক যেভাবে আইন কলেজের গণধর্ষণের (gang rape) ঘটনায় অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার করে কলকাতা পুলিশ, সেভাবেই দ্রুত নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্য দ্রুত চার্জশিট পেশ পুলিশের।

চলতি বছরের ২৬ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) এক ছাত্রী কলেজ ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ করেন। ২৫ জুন কলেজে ফর্ম ফিলাপের পরে কলেজেরই প্রাক্তন পড়ুয়া আইনজীবী মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই ছাত্রী। সেই সময়ে আরও দুই পড়ুয়া জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় পাহারায় থেকে মনোজিৎকে সাহায্য করে বলে অভিযোগ। সেই কারণেই গণধর্ষণের ধারা দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সেই সঙ্গে সেই সময়ে উপস্থিত থেকে নিরাপত্তায় গাফিলতিতে গ্রেফতার হন বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

অভিযোগ দায়েরের ৫৮ দিনের মাথায় আলিপুর আদালতে সাড়ে ছশো পাতার চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। মনোজিতের বিরুদ্ধে ৯টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি দুই পড়ুয়ার বিরুদ্ধে ৬টি ধারা ও নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ৭ টি ধারায় মামলা দায়ের হয়েছে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version