Monday, May 19, 2025

আগামিকাল ডুরান্ডের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ নর্থইস্ট

Date:

আগামিকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেএ লাল-হলুদ। সেমিফাইনালে নর্থইস্টের বিরুদ্ধেও সেই ধারাই বজায় রাখতে চান লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে সেমিফাইনালে নামার আগে প্রতিপক্ষকে সমীহ ইস্টবেঙ্গল কোচের। বললেন, এটি আমাদের কাছে কঠিন ম‍্যাচ।

নর্থইস্ট ম‍্যাচ নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” গোকুলামের বিরুদ্ধে কঠিন কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে উঠেছি। নর্থইস্ট এখনও অবধি এই টুর্নামেন্টে অপরাজিত। ওদের তারুণ্য ও অভিজ্ঞতার ভালো মিশেল রয়েছে, যা ওদের একটি ভালো দল হিসাবে তৈরি করেছে। এই ম‍্যাচটি আমাদের কাছে কঠিন ম‍্যাচ। ”

নর্থ-ইস্টের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি নিচ্ছে ইস্টবেঙ্গল? প্রথম একাদশ নিয়ে খোলাসা না করলেও, মনে করা হচ্ছে মঙ্গলবার প্রথম একাদশে জায়গা পেতে পারেন মন্দার রাও দেশাই। বাঁদিকের উইং-এ খেলতে পারেন নিশু কুমার। সিভেরিওর পেছন থেকে খেলতে পারেন নাওরেম মহেশ সিং। বোরহা হেরেরার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন পার্দো। সমস্ত ফুটবলারকেই তৈরি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুয়াদ্রাত। রবিবার রাতে যখন লাল-হলুদের অনুশীলন শেষ হয়, তখন যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই দলই এখন মাত্র দুই ধাপ দূরে। ফাইনালে আবারও ডার্বি হতে পারে। তবে লাল-হলুদের সামনে এবার নর্থ ইস্টের বাধা টপকানোর চ্যালেঞ্জ।

তবে এখনই ফাইনালের বড় ম্যাচ নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, “রবিবার অনুশীলন শেষ হওয়ার পর দেখতে পেলাম à§©-à§§ গোলে জিতে গিয়েছে ওরা। তবে ফাইনালে ডার্বি হবে কিনা সেটা নিয়ে এখনই ভাবতে চাই না। আমাদের মাথায় এখন শুধুই নর্থইস্ট।”

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে আসছে নেইমারের আল হিলাল, প্রস্তুতি শুরু ছাংতে, মেহতাব সিংদের

 

 

 

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version