Monday, May 19, 2025

আগামী বছর লোকসভা নির্বাচন(Parliament)। তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) গ্রেফতার করতে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। সোমবার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, “কালকে আমার কাছে একটা মেসেজ এসেছে, ভোটের আগে অভিষেককে গ্রেফতারের করা হবে।” যদিও কে তাঁকে মেসেজ করেছে তাঁর নাম স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। এছাড়াও লিপস অ্যান্ড বাউন্ডসে তদন্ত নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মেয়ো রোডের জনসভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম প্রতিহিংসা পরায়ণ সরকার দেখিনি।” তিনি জানান, অভিষেক কলকাতা ফেরার পরই সক্রিয় হয়েছে ইডি। এছাড়াও তিনি বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চলাকালীন সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়েছে ইডি। তবে তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন ওই ফাইল ডাউনলোড করা হয়েছিল তা আমরাও জানতে পেরেছি। ইতিমধ্যেই তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।”

একই বক্তব্য শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, “আমি যেদিন ফিরলাম। তার পরের দিন ইডিকে পাঠিয়েছে রেড করতে। তল্লাশি করেছে তার সঙ্গে সঙ্গে ষোলাটা ফাইল কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। আমি বলছি এই ফাইলটাই যদি কয়েকদিন পর ইডি–সিবিআই পেত তাহলে এই সংবাদ মাধ্যম বলত অভিষেকের অফিস থেকে কলেজের লিস্ট পাওয়া গিয়েছে। আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ থাকে ইডি–সিবিআই নয়, ফাঁসির মঞ্চ করো। প্রাণ দেবো।”

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version