Tuesday, November 11, 2025

ছাত্রদের উন্মাদনাকে কাজে লাগিয়ে নতুন ভারত গড়ার ডাক ফিরহাদ-চন্দ্রিমার

Date:

প্রতি বছরই ২৮ অগাস্ট দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে শাসকদল। এবছরও তার ব্যতিক্রম হল না। সোমবার সকালেই X প্ল্যাটফর্মে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা ও সামগ্রিকভাবে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিয়েছেন তাঁরা।

এদিন  পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ছাত্র সমাজকে লড়াই করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুধু যাদবপুর নয়, গোটা ভারতবর্ষে র‌্যাগিং হচ্ছে। উত্তরপ্রদেশে মুসলিম ছেলেকে নিপীড়ন করছে। এই র‌্যাগিং-এর দায় মোদিকে নিতে হবে। দলিতদের উপর যে র‌্যাগিং করছে তার দায় বিজেপিকে নিতে হবে।

মন্ত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম মমতা বন্দ্যোপাধ্যায় দীক্ষা নিয়েছেন। এখন ছাত্র সমাজকে দীক্ষা দিচ্ছে। ছাত্র রাজনীতি করে উঠে আসলে তারা কতদূর যেতে পারে, তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সমাজের উন্নতি হয়, সকলস্তরের মানুষকে নিয়ে চলতে হবে। বিজেপি মহিলাদের, দলিতদের ঘৃণা করে। দেশের বিভাজন করে। এর জবাব দিতে হবে। ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের অভিজ্ঞতা ও ছাত্রদের উদ্দাম, উন্মাদনাকে কাজে লাগিয়ে নতুন ভারত গড়তে হবে। মনে রাখতে হবে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

 

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version