Thursday, August 21, 2025

জলবায়ু পরিবর্তনের জের! বড় সমস্যার মুখে পানামা খাল, জোর ধাক্কা বিশ্ববাণিজ্যে

Date:

জলবায়ু পরিবর্তনের (Climate Change) কারণে বড় ধাক্কা খেল বিশ্ববাণিজ্য (World Business)। চরম সমস্যার সম্মুখীন পানামা খাল (Panama Canal)। জলবায়ু পরিবর্তনের একাধিক সমস্যার কথা বিভিন্ন মহল থেকেই উঠে আসছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। দেখা যাচ্ছে, বিপদ আর বেশি দূরে নেই! এশিয়া থেকে আমেরিকায় পণ্য আমদানি-রফতানির অন্যতম প্রধান সমুদ্রপথ পানামা খালেই এখন জাহাজের ভিড়! তবে পানামার এমন দুরবস্থা আগে কবে দেখা গিয়েছিল তা হয়তো কেউই মনে করতে পারছেন না।

বহুদিন ধরেই এই জলপথে দুই মহাদেশের মধ্যে পণ্য বিনিময় হয়ে চলেছে। আর সেই পানামা খালই বড় সমস্যার মুখে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দেশের নীতিগত অবস্থানের জন্য বিশ্ববাণিজ্যের অন্যতম এই পানামা খালের দু’ধারে শুধু অপেক্ষমাণ জাহাজের ভিড়। জানা গিয়েছে, পানামা খালের দুপাশে এক এক সময়ে ২০০টিরও বেশি জাহাজ অপেক্ষা করছে। পানামা খাল পেরোতে গড়ে প্রায় চার দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে জাহাজগুলিকে। অনেক সময়ে আবার জানা যাচ্ছে কয়েকটি জাহাজকে ২০ দিনেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে!

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পানামা খালের দু’পাশে এভাবে জাহাজের মেলা বসার অন্যতম কারণ খালের জলস্তর কমে যাওয়া। আর সেটা কমেছে মূলত জলবায়ুগত পরিবর্তন এবং তার জেরে ঘটা খরার কারণেই। এদিকে, পানামার আশপাশে ছড়িয়ে রয়েছে প্রায় ১৪০০টি দ্বীপ। বেশিরভাগ দ্বীপেই মানুষের বসবাস। কিন্তু গত ৭০ বছরের মধ্যে এমন বিপজ্জনক খরার মুখে পড়তে হয়নি পানামার দ্বীপগুলিকে। অনুমান করা হচ্ছে, খরার কারণে ইতিমধ্যেই প্রায় ২০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

 

 

 

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version