Saturday, May 3, 2025

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা, নীরজকে অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

Date:

রবিবার রাতে বুদাপেস্টে ইতিহাস গড়েন নীরজ চোপড়া। অলিম্পিক্সের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতেন তিনি। আর এর পরই শুভেচ্ছা বার্তার জোয়ারে ভাসতে থাকেন সোনার ছেলে। নীরজকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

নীরজের সোনার পদক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়ে টুইটারে নীরজের একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রতিভাবান নীরজ শ্রেষ্ঠত্বের উদাহরণ। ওর খেলার প্রতি কঠোর অনুশীলন, অনুশাসন, নির্ভুলতা এবং আবেগ তাকে শুধু অ্যাথলেটিক্সে একজন চ্যাম্পিয়ন নয় বরং সমগ্র ক্রীড়া জগতে অতুলনীয় শ্রেষ্ঠত্বের প্রতীক করে তুলেছে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়ের জন্য নীরজকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় টুইট করে শুভেচ্ছা জানিয়ে লেখেন,” অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নীরজ চোপড়া। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে প্রথম ভারতীয় হিসাবে তোমার সোনার পদক জয়। আজ তোমার এই জয়ের কারণে সমগ্র জাতি গর্বিত। তোমার আগামীর জন‍্য এবং ভবিষ্যত প্রচেষ্টার জন‍্য অনেক শুভ কামনা রইল।”

রবিবার রাতে বিশ্ব চ‍্যাম্পিয়ন হলেও, শুরুটা ভালো হয়নি নীরজের। ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার। চতুর্থ থ্রোয়ে ৮৪.৬৪ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ৮৭.৭৩ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। জ্যাভলিনের ফাইনালে তিন জন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে।অন্যদিকে পাকিস্তানের আর্শাদ নাদীম ৮৭.৮২ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন।

আরও পড়ুন:বিশ্ব চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন সোনার ছেলে নীরজ চোপড়া?

 

 

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version