Thursday, August 21, 2025

ফের ইতিহাস গড়েন নীরাজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতেন তিনি। ফাইনালে জ‍্যাভলিন ছুড়লেন ৮৮.১৭ মিটার দূরে। আর এর ফলে অলিম্পিক্সে সোনা তো ছিলই আর এবার তাঁর মাথায় উঠল বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটও। আর এই ঐতিহাসিক খেতাবের পরই আনন্দে ভেসে গেলেন সোনার ছেলে নীরজ চোপড়া। রবিবার রাতে বুদাপেস্টে সোনা জয়ের পর নীরজ বলেন, সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম। তবে নীরজের আক্ষেপ তিনি ভেবেছিলেন, বুদাপেস্টেই ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলবেন। এবার সেটা হলো না।

ঐতিহাসিক খেতাব জয়ের পর নীরজ বলেন,” আমি আর কী বলব। সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম। কিন্তু ওই ৯০ মিটারের সীমা পারের বিষয়টা বাকি আছে। আমি ভাবছিলাম যে হয়ে যাবে। কিন্তু পদকটা বেশি গুরুত্বপূর্ণ – সোনার পদক। এটা আমার কাছে এসেছে। আগামিদিনে আরও অনেক প্রতিযোগিতা আছে। আরও সময় আছে। আরও পরিশ্রম করব। আরও নিজেকে উজাড় করে দেব।”

সোনার পদক এলেও, শুরুটা ভালো হয়নি নীরজের। ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার। চতুর্থ থ্রোয়ে ৮৪.৬৪ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ৮৭.৭৩ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। জ্যাভলিনের ফাইনালে তিন জন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে।অন্যদিকে পাকিস্তানের আর্শাদ নাদীম ৮৭.৮২ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version