নন্দীগ্রাম থানার চরিত্র বদলের প্রস্তাব গৃহীত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

নন্দীগ্রাম থানার চরিত্র বদল করে গ্রামীণ থেকে আধা শহরাঞ্চলীয় থানায় উন্নীত করা হবে। নন্দীগ্রামের রাজনৈতিক গুরুত্বের কারণে চরিত্র বদলের প্রস্তাব সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। এর ফলে নন্দীগ্রাম (Nandigram) থানার পরিকাঠামো বাড়ানো হবে।

বর্তমানে নন্দীগ্রাম থানার যে ভবন রয়েছে, তা বড় করা হবে। সেই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যায় পুলিশ (Police) কর্মী নিয়োগ করা হবে। প্রশাসনিক সূত্রে খবর, নন্দীগ্রামে রাজনৈতিক সংঘাত লেগেই রয়েছে। কম পুলিশ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা সব সময়ে সম্ভব হচ্ছে না। পঞ্চায়েত ভোটের সময়েই দেখা গিয়েছে যে কী পরিমাণ অশান্তি হয়েছে সেখানে। তবে এও ঠিক যে নন্দীগ্রামের চরিত্র বদলাচ্ছে। তাকে আর পুরোপুরি গ্রামীণ বলা যায় না। তা অনেকাংশেই আধা শহর বা মফস্বলের মতো হয়ে গিয়েছে। মানুষের যাতায়াত বেড়েছে। ব্যবসা বাণিজ্য বেড়েছে। সেই কারণেই থানা বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- জীবনে লাগল নতুন সুর! প্রেমিকাকে আংটি পরিয়ে বাগদান সারলেন আরমান