Saturday, November 8, 2025

৩৭০ ধারা বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্র.তিবাদ! সাসপেন্ডেড অধ্যাপকের পাশে সুপ্রিম কোর্ট

Date:

৩৭০ ধারা (Article 370) বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে অভিযোগ জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) এক অধ্যাপক (Professor)। অধ্যাপকের এমন পদক্ষেপের শাস্তিস্বরূপ তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় বলে অভিযোগ। এবার সেই ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কড়া প্রশ্নের মুখে পড়ল কাশ্মীরের শিক্ষা বিভাগ। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার সওয়াল জবাব চলাকালীন তীব্র অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত বিচারপতিদের উদ্দেশে প্রশ্ন করে অধ্যাপকের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতেই কী এমন সিদ্ধান্ত?

অধ্যাপক জহুর আহমেদ বাট জম্মু-কাশ্মীরের এক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তথা আইনজ্ঞ। সম্প্রতি এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। আর সোমবার সেই সিদ্ধান্ত পর্যালোচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৩৭০ অনুচ্ছেদ খারিজের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দাখিল হওয়া অনেক মামলার মধ্যে একটির আবেদনকারী তিনি। তাঁর একটাই অপরাধ গত ২৩ অগাস্ট সুপ্রিম কোর্টে হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ওই অধ্যাপক। এরপরই তড়িঘড়ি গত ২৫ তারিখে জম্মু-কাশ্মীরের শিক্ষা বিভাগ তাঁকে সাসপেন্ড (Suspend) করে।

এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice D Y Chandrachud) নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সেই প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় উপরাজ্যপাল মনোজ সিনহাকে বিষয়টি পর্যালোচনা করার কথা বলেন। প্রধান বিচারপতি এদিন আরও বলেন, আদালতে হাজির হয়ে সওয়াল করা ও সাসপেনশনের আদেশের মধ্যে ব্যবধান মাত্র এক দিনের। সওয়াল করাই যদি সাময়িক বরখাস্তের একমাত্র কারণ হয় তা যথেষ্ট উদ্বেগের। এদিন সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে অধ্যাপকের সাসপেনশনের বিষয়টি তুলে ধরেন আইনজীবী কপিল সিব্বাল (Kapil Sibal)।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রক্ষাকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই সাংবিধানিক বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন। অন্য চার বিচারপতি হলেন সঞ্জয় কিষাণ কল, সঞ্জীব খান্না, বি আর গাভাই ও সূর্য কান্ত।

 

 

 

 

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version