যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। ওই ছাত্রের মৃত্যুর পিছনে র্যাগিংয়ের অভিযোগে গোটা রাজ্য তোলপাড়। ঘটনার দায় এড়াতে পারেন না রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। নিজের পছন্দের লোককে আবার অস্থায়ী উপাচার্য করে নতুন বিতর্ক তৈরি করেছেন। এবার ঘরেবাইরে চাপের মুখে পড়ে নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে নিয়ে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ডাকলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। ডাকা হয়েছে ছাত্রছাত্রীদেরও। তবে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি, এই বৈঠকে শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণের দাবি তুলেছে। শুধু তাই নয়, গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং করার দাবিও তোলা হয়েছে।

গত ৯ আগস্ট যাদবপুরের মেইন হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যার রেশ এখনও চলছে। মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- শিশিরকে দেখে উঠল ‘চোর’ স্লোগান, রেগে আগুন বিরোধী দলনেতার বাবা

