জয় দিয়ে ইউএস ওপেনের যাত্রা শুরু করলেন নোভাক জোকোভিচ। প্রায় দু’বছর পর ইউএস ওপেনে ফিরলেন জোকার। আর ফিরেই জয় দিয়ে শুরু করলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম। প্রথম রাউন্ডে ফ্রান্সের অ্যালেক্সান্ডার মুলারকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলৈন জোকোভিচ। ম্যাচের ফলাফল ৬-০, ৬-২, ৬-৩।
এই জয়ের পর জোকার বলেন,” রাত ১টা বাজে। তার পরেও এখানে বসে সকলে আমার খেলা দেখছেন। আমার কাছে এটা খুবই গর্বের। ম্যাচটা খুব দেরি করে শুরু হয়েছিল। এখানে কিছু অনুষ্ঠান ছিল, তাই জানতাম শুরু হতে সময় লাগবে। তবে দু’বছর পর এখানে ফিরে কোর্টে নামার জন্য আমি খুবই উৎসুক ছিলাম।”
এরপর জোকার ম্যাচ নিয়ে বলেন,” প্রথম সেটটা দারুণ ভাবে শুরু করেছিলাম। তবে সার্ভিস আরও ভাল করতে পারতাম। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সেটে বেশ কয়েক বার সার্ভিস গন্ডগোল হল। এই জায়গাটায় আমাকে আরও উন্নতি করতে হবে। তবে মনে হল গোটা ম্যাচে ভালই খেলেছি। আশা করি পরের রাউন্ডেও এই ভাবে খেলতে পারব।”
২০২১ সালে ইউএস ওপেনের পর এবার আবার ইউএস ওপেনে নামলেন জোকোভিচ। মাঝে করোনার সময় টিকা না নেওয়ার কারণে তাঁকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি। তাই ইউএস ওপেনে খেলাও হয়নি জোকারের।
আরও পড়ুন:‘ট্রফির খরা কাটিয়ে টিম ইন্ডিয়া বিশ্বকাপ হাতে তুলতে মরিয়া’, বললেন বিরাট