Wednesday, November 12, 2025

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ফাইল বিতর্কে ইডির উপর চাপ বাড়াচ্ছে লালবাজার

Date:

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে ইডির তল্লাশি এবং সংস্থার কম্পিউটারে সন্দেহজনক ১৬টি ফাইল নিয়ে তুঙ্গে চর্চা। ইতিমধ্যেই সংস্থার তরফে এফআইআর করা করা হয়েছে ইডির বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে লালবাজার। সংস্থার অভিযোগের ভিত্তিতে ইডির কাছে ১৬টি ফাইলের কারণ জানতে চাওয়া হয়েছে। ইডির তরফে মেইল করা হয়েছে লালবাজারকে। কিন্তু তদন্তকারীরা ইডির ব্যাখ্যায়সন্তুষ্ট নয়। জানা গিয়েছে, ইডির অন্তত একজন আধিকারিককে সশরীরে এসে লালবাজারে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃলিপস অ্যান্ড বাউন্ডসের অভিযোগ পেয়েই তদন্তে পুলিশ, বাজেয়াপ্ত ২টি কম্পিউটার

সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড-ব্যাখ্যা নিয়েই নতুন করে সংঘাত তৈরি হল কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি ইডির। কী করে সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল এল, তা জানতে ইডির কাছে জবাব তলব করেছিল লালবাজার। মেল করে সেই জবাব দিয়েছিল ইডি। তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, তাদের এক আধিকারিক তল্লাশি চালাতে গিয়ে সংস্থার কম্পিউটার থেকে নিজের কন্যার কলেজের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন। তা করতে গিয়ে কোনও ভাবে ওই ফাইলগুলি ডাউনলোড হয়ে গিয়ে থাকবে। তবে সংস্থার কর্মীদের উপস্থিতিতেই যা করার করা হয়েছিল। এ ক্ষেত্রে তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না বলেই দাবি করে ইডি।

কিন্তু লালবাজার সূত্রে খবর, ইডির ব্যাখ্যায় সন্তুষ্ট নন পুলিশের কর্তারা। তাঁরা পাল্টা ইডিকে একটি মেইল করেছেন। বলা হয়েছে, কোনও এক জন ইডি অফিসার সশরীরে লালবাজারে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিন। ইডি সেই মেইলের জবাবে বলেছে, তারা যা ব্যাখ্যা দেওয়ার, তা আগের মেইলেই দিয়েছে। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সুতরাং, লালবাজার-ইডির সংঘাত চলছেই।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version