Monday, August 25, 2025

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ফাইল বিতর্কে ইডির উপর চাপ বাড়াচ্ছে লালবাজার

Date:

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে ইডির তল্লাশি এবং সংস্থার কম্পিউটারে সন্দেহজনক ১৬টি ফাইল নিয়ে তুঙ্গে চর্চা। ইতিমধ্যেই সংস্থার তরফে এফআইআর করা করা হয়েছে ইডির বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে লালবাজার। সংস্থার অভিযোগের ভিত্তিতে ইডির কাছে ১৬টি ফাইলের কারণ জানতে চাওয়া হয়েছে। ইডির তরফে মেইল করা হয়েছে লালবাজারকে। কিন্তু তদন্তকারীরা ইডির ব্যাখ্যায়সন্তুষ্ট নয়। জানা গিয়েছে, ইডির অন্তত একজন আধিকারিককে সশরীরে এসে লালবাজারে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃলিপস অ্যান্ড বাউন্ডসের অভিযোগ পেয়েই তদন্তে পুলিশ, বাজেয়াপ্ত ২টি কম্পিউটার

সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড-ব্যাখ্যা নিয়েই নতুন করে সংঘাত তৈরি হল কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি ইডির। কী করে সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল এল, তা জানতে ইডির কাছে জবাব তলব করেছিল লালবাজার। মেল করে সেই জবাব দিয়েছিল ইডি। তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, তাদের এক আধিকারিক তল্লাশি চালাতে গিয়ে সংস্থার কম্পিউটার থেকে নিজের কন্যার কলেজের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন। তা করতে গিয়ে কোনও ভাবে ওই ফাইলগুলি ডাউনলোড হয়ে গিয়ে থাকবে। তবে সংস্থার কর্মীদের উপস্থিতিতেই যা করার করা হয়েছিল। এ ক্ষেত্রে তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না বলেই দাবি করে ইডি।

কিন্তু লালবাজার সূত্রে খবর, ইডির ব্যাখ্যায় সন্তুষ্ট নন পুলিশের কর্তারা। তাঁরা পাল্টা ইডিকে একটি মেইল করেছেন। বলা হয়েছে, কোনও এক জন ইডি অফিসার সশরীরে লালবাজারে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিন। ইডি সেই মেইলের জবাবে বলেছে, তারা যা ব্যাখ্যা দেওয়ার, তা আগের মেইলেই দিয়েছে। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সুতরাং, লালবাজার-ইডির সংঘাত চলছেই।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version