Thursday, August 21, 2025

আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত।মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।এদিন পুর-নিয়োগ দুর্নীতির তদন্তকারী আধিকারিক সুনীল সিং রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করেছে আদালত।একই  সঙ্গে সিবিআইকেও।

‘টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ? আপনারা নীচ থেকে উপরে উঠছেন, উপর থেকে নীচে নামতে অসুবিধা কোথায় ? আপনাদের কে বাধা দিচ্ছে ?’ সিবিআইকে এমনই কড়া প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, ‘আপনাদের তদন্তে কি আদৌ কোনও অগ্রগতি আছে ? একই ধরনের সব রিপোর্ট দিচ্ছেন, পুরনো তথ্যে ভরা ! নতুন অগ্রগতি কোথায় ? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন ?

এরই পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি-তদন্তে গঠিত সিবিআই সিট-ই তদন্ত করবে পুর নিয়োগ দুর্নীতির, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।এদিন প্রাথমিক ও পুর নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট নিয়েও প্রশ্নের মুখে পড়ে সিবিআই। পাশাপাশি ‘লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্ত নিয়ে ১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে, উঠে আসে তথ্য ডাউনলোড বিতর্কও। যেখানে ইডি জানায়, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সময় তদন্তকারী আধিকারিক সেখানকার কম্পিউটারে কিছু ব্যক্তিগত বিষয় ইন্টারনেটে অনুসন্ধান করেছিলেন। সেই কম্পিউটার বাজেয়াপ্তও করা হয়নি। থানায় জিডি হয়েছে। যার পাল্টা বিচারপতির প্রশ্ন, এই ধরনের আধিকারিককে কেন সিট থেকে সরিয়ে দেবো না ? এই ধরনের একটা মামলায় এত ঢিলেঢালা মনোভাব কেন ? ইন্টারনেটের জন্য কম্পিউটার কেন দরকার, এখন তো ফোনেই সব আছে, সেই প্রশ্নও তচোলেন তিনি।

এদিন শুনানি চলাকালীন ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের প্রসঙ্গও ওঠে। বিচারপতি বলেন, মানিক ভট্টাচার্য তো একা এই দুর্নীতি করেননি। তিনি ছাড়াও আরও ব্যক্তি আছে।  কী ব্যবস্থা নিচ্ছেন ?উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, এটা একটা ঠান্ডা মাথায় করা দুর্নীতি। জাল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, শুধু ২৬৪ জনই নয়, বেআইনিভাবে নিয়োগ পাওয়াদের মধ্যে আরও অনেকে আছেন। সেই তালিকা কোথায় ? আরও কয়েকজনের নাম রিপোর্টে দেওয়া হয়েছে বলে জানায় সিবিআই।

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version