Thursday, May 8, 2025

আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত।মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।এদিন পুর-নিয়োগ দুর্নীতির তদন্তকারী আধিকারিক সুনীল সিং রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করেছে আদালত।একই  সঙ্গে সিবিআইকেও।

‘টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ? আপনারা নীচ থেকে উপরে উঠছেন, উপর থেকে নীচে নামতে অসুবিধা কোথায় ? আপনাদের কে বাধা দিচ্ছে ?’ সিবিআইকে এমনই কড়া প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, ‘আপনাদের তদন্তে কি আদৌ কোনও অগ্রগতি আছে ? একই ধরনের সব রিপোর্ট দিচ্ছেন, পুরনো তথ্যে ভরা ! নতুন অগ্রগতি কোথায় ? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন ?

এরই পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি-তদন্তে গঠিত সিবিআই সিট-ই তদন্ত করবে পুর নিয়োগ দুর্নীতির, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।এদিন প্রাথমিক ও পুর নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট নিয়েও প্রশ্নের মুখে পড়ে সিবিআই। পাশাপাশি ‘লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্ত নিয়ে ১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে, উঠে আসে তথ্য ডাউনলোড বিতর্কও। যেখানে ইডি জানায়, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সময় তদন্তকারী আধিকারিক সেখানকার কম্পিউটারে কিছু ব্যক্তিগত বিষয় ইন্টারনেটে অনুসন্ধান করেছিলেন। সেই কম্পিউটার বাজেয়াপ্তও করা হয়নি। থানায় জিডি হয়েছে। যার পাল্টা বিচারপতির প্রশ্ন, এই ধরনের আধিকারিককে কেন সিট থেকে সরিয়ে দেবো না ? এই ধরনের একটা মামলায় এত ঢিলেঢালা মনোভাব কেন ? ইন্টারনেটের জন্য কম্পিউটার কেন দরকার, এখন তো ফোনেই সব আছে, সেই প্রশ্নও তচোলেন তিনি।

এদিন শুনানি চলাকালীন ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের প্রসঙ্গও ওঠে। বিচারপতি বলেন, মানিক ভট্টাচার্য তো একা এই দুর্নীতি করেননি। তিনি ছাড়াও আরও ব্যক্তি আছে।  কী ব্যবস্থা নিচ্ছেন ?উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, এটা একটা ঠান্ডা মাথায় করা দুর্নীতি। জাল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, শুধু ২৬৪ জনই নয়, বেআইনিভাবে নিয়োগ পাওয়াদের মধ্যে আরও অনেকে আছেন। সেই তালিকা কোথায় ? আরও কয়েকজনের নাম রিপোর্টে দেওয়া হয়েছে বলে জানায় সিবিআই।

 

 

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version