চোর স্লোগানকে ঘিরে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর(Medinipur)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির বাবা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে(Sisir Adhikari) উদ্দেশ্য করে দেওয়া হল ‘চোর চোর’ স্লোগান। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হলেন শিশিরবাবু। কড়া সুরে তিনি জানালেন, “এর ফল ভোগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)।” চোরের পাল্টা অবশ্য ওঠে জয় শ্রীরাম স্লোগানও। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় পুলিশকে(Police)।

মঙ্গলবার এগরা-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোটাভুটি ছিল। সাংসদ হিসেবে ভোট দিতে সেখানে পৌঁছন কাঁথির প্রবীণ সাংসদ। গাড়ি থেকে নামতে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন শিশির। সেখান উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। দুই সাংসদ সেখানে পৌঁছতেই শিশিরকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে জড়ো হওয়া তৃণমূল কর্মী ও সমর্থকরা। বস্তুত, শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই শিশিরের সঙ্গেও দলের দূরত্ব বেড়েছে। বর্তমানে তৃণমূলের কোনও সভায় তাঁকে অংশ নিতে দেখা যায় না। পঞ্চায়েত নির্বাচনেও শিশির সক্রিয় ছিলেন না। তৃণমূলের অভিযোগ, দলে থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলের সাংসদ হলেও আদতে বিজেপিকে সমর্থন করে চলেছেন তিনি। যার জেরেই শিশিরকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিকে শিশির বলেন, “শুভেন্দু দল ছাড়ার পর থেকেই আমার পরিবার টার্গেট হয়ে গেছে। আমার পরিবারের কেউ চোর বা ডাকাত নয়। আমরা মানুষের পাশে থেকেই রাজনীতি করি।”

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ ব্লকে সমান সমান আসন পেয়েছে তৃণমূল এবং বিজেপি। পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি পেয়েছে ১২টি করে আসন। বোর্ড গঠন হয়েছে লটারির মাধ্যমে। সভাপতি তৃণমূলের হলেও সহ-সভাপতি বিজেপির। এই পরিস্থিতিতে সমিতির স্থায়ী কমিটির বোর্ড গঠন নির্ভর করে বিধায়ক এবং সাংসদদের ভোটের উপর। এগরা-২ পঞ্চায়েত সমিতি মেদিনীপুর লোকসভার মধ্যে হওয়ায় ভোট দিতে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতিও। আবার এগরা ২-এর বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত উত্তর কাঁথি বিধানসভার মধ্যে। তাই কাঁথি লোকসভার সাংসদ শিশির এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিং ভোটে অংশগ্রহণ করেন। পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির বোর্ড গঠনে শিশির-সহ বাকি সাংসদ এবং বিধায়কদের ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই ভোট দিতে এসেই ‘চোর-চোর’ স্লোগান শুনতে হল শিশিরকে।
