আসন্ন কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা স্টিম‍্যাচের

৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ১০ সেপ্টেম্বর। থাইল্যান্ডের চিয়াং মাইতে হবে এই প্রতিযোগিতা।

আসন্ন কিংস কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন হেড কোচ ইগর স্টিম্যাচ। সুনীল ছেত্রীকে বাদ দিয়েই দল ঘোষণা করেন টিম ইন্ডিয়ার হেডকোচ। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ১০ সেপ্টেম্বর। থাইল্যান্ডের চিয়াং মাইতে হবে এই প্রতিযোগিতা।

আগামী ৭ সেপ্টেম্বর ভারত খেলবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭০তম স্থানে থাকা ইরাকের বিরুদ্ধে।  অন্যদিকে লেবাননের বিরুদ্ধে খেলবে আয়োজক থাইল্যান্ড। এই দুই ম্যাচের বিজয়ীরা আগামী ১০ সেপ্টেম্বর ফাইনাল খেলবে। ২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবারের দলে সুনীল ছেত্রী না থাকলেও গুরপ্রীত সিং সাঁধু, সন্দেশ ঝিঙ্গানদের মতো সিনিয়রেরা দলে রয়েছেন।

চলুন একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল:

গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং।

ডিফেন্ডার : আশিস রাই, নিখিল পুজারি, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুংগা, আকাশ মিশ্রা, শুভাশিস বসু।

মিডফিল্ডার : জিকসন সিং, সুরেশ সিং ওয়াংঝাম, ব্র্যান্ডন ফার্নান্ডেস, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ন, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।

ফরোয়ার্ড : মনবীর সিং , রহিম আলি , রাহুল কেপি।

আরও পড়ুন:বিশ্বকাপে ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবে না ভারত, বললেন দ্রাবিড়

 

 

 

Previous articleযাদবপুর ইস্যুতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা আটকে বিজেপির ‘দাদাগিরি’!
Next articleশিশিরকে দেখে উঠল ‘চোর’ স্লোগান, রেগে আগুন বিরোধী দলনেতার বাবা