Thursday, November 13, 2025

চাঁদের বুকে ইতিহাস তৈরির পর আবার মাইলফলক তৈরির রাস্তায় পাড়ি দিতে প্রস্তুত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। সপ্তাহের শেষেই সূর্যের পথে যাওয়া শুরু। হাতে মাত্র ৩ দিন। আগামী ২ সেপ্টেম্বর সূর্যের ঠিকানায় পৌঁছে যাওয়ার জন্য রওনা দিতে চলেছে আদিত্য এল ১ (Aditya L1)। সকাল ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre)থেকে সূর্যের দিকে উড়ে যাবে এই মহাকাশযান। আজ বুধবার রকেটের সব ধরণের কলকব্জা পরীক্ষা করেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই সেই সুখবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করে ISRO জানিয়েছে যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লঞ্চ রিহার্সাল করা হয়েছে। আদিত্য এল-১ (Aditya L1)মহাকাশযানের অন্তর্বর্তী যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত সবকিছু ১০০ শতাংশ ঠিক রয়েছে। কিন্তু সৌর মিশনে সূর্যের বুকে আদিত্য L1 পৌঁছবে না। চন্দ্রযান ৩-এর সেই দৃশ্য দেখা যাবে না আদিত্য এল ১-এর ক্ষেত্রে। খাতায় কলমে এটি সৌর মিশন (Solar Mission)হলেও বিজ্ঞানীরা বলছেন মহাকাশযানটির ডেস্টিনেশন আদৌ সূর্য নয়। তাহলে কীসের জন্য এই মিশন?

চাঁদের বুকে সাফল্যের সঙ্গে অবতরণের পর এবার লক্ষ্য সূর্য। কিন্তু জ্বলন্ত অগ্নিপিণ্ডের কাছে পোঁছে যাওয়া সহজ কথা নয়। মূলত সূর্য সম্পর্কে জানার জন্যই এই মিশনটি শুরু করতে চলেছে ISRO। এই মহাকাশযান সূর্যের অরবিটে প্রতিস্থাপিত করা হবে। পৃথিবী থেকে এর দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার। এই জায়গা থেকে আদিত্য এল ১ সূর্যের উপর ক্রমাগত নজরদারি চালাতে পারবে। ফলে সৌর জগতে কী কী ঘটছে এবং পৃথিবীর উপর তার কী প্রভাব পড়ছে সেই সম্পর্কিত তথ্য এবার হাতের কাছে চলে আসবে। এই পয়েন্ট আবিষ্কার করেছিলেন গণিতজ্ঞ জোসেফ লুই ল্যাগ্রেঞ্জ । এটা এমন একটা জায়গা যেখানে দুটি শক্তি এক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মহাকর্ষীয় শক্তি একে অপরকে প্রতিহত করে। আর এই কারণেই জায়গাটিই আদিত্য এল ১-এর ল্যান্ডিং এবং স্থায়িত্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এখান থেকেই নানা অ্যাঙ্গেলের ছবি তুলে আদিত্য পাঠাতে থাকবে ইসরোকে। চাঁদের দক্ষিণ গোলার্ধের মতো এই পয়েন্টে আগে কোনও দেশ যেতে পারেনি। ফলে ইসরোর অভিযান সফল হলে ফের দেশের মুকুটে আরও এক পালক জুড়তে চলেছে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version