ছোটখাটো টিপসই ব্যবসায় যুগান্ত খুলে যায়। বিক্রি বাড়ে হুহু করে। এই উদাহরণ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বঙ্গ জীবনের অঙ্গ বোরোলিন। সেই অ্যান্টিসেপ্টিক ক্রিমে বিক্রির বাড়বাড়ন্তে রয়েছে মুখ্যমন্ত্রীর অবদান। মঙ্গলবার, পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘মিলন উৎসব’-এর সভায় সেই কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী।
কী টিপস দিয়েছিলেন মমতা?
মুখ্যমন্ত্রী জানান, “আমরা সবাই বোরোলিন (Beroline) ব্যবহার করি। আমার ঠোঁট শুকিয়ে যায়, তাই আমিও ব্যবহার করি। একদিন অরূপকে বললাম, ওঁদের ডেকে নিয়ে আয়। আমি ওঁদের বললাম বোরোলিনের যে টিউব ও কৌটোগুলি রয়েছে তাতে ক্রিমটা আঠার মতো। সেই জন্য বোরোলিনের বিক্রি কমছে। বোরোলিনটা সফ্ট করুন। যাতে ঠোঁটে দিলে অনুভবই না হয়।“ মমতা বলেন, এখন চন্দন ফ্লেভারের বোরোলিন বেরিয়েছে। ভ্যানিলা বোরোলিন এসেছে। আগের বোরোলিনের সঙ্গে এখনকার অনেক তফাত। “আমি ওঁদের চন্দনের আইডিয়াটা দিয়েছিলাম। প্রথম তৈরি করে আমার কাছে পাঠিয়েছিল কেমন হয়েছে জানার জন্য। আমি দেখলাম বিউটিফুল হয়েছে। চন্দনের কালার ব্যবহারের পাশাপাশি সুন্দর গন্ধটাও আছে। একটা আইডিয়াতেই বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসায় এই ছোটো ছোটো টিপসে অনেক কিছু করা যায়।“