Sunday, November 9, 2025

চেম্বারে ঢুকে গাজিয়াবাদ কোর্টের আইনজীবীকে খু.ন উত্তরপ্রদেশে

Date:

যোগীরাজে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) জঙ্গলরাজ ভয়াবহ আকার ধারণ করেছে। এবার চেম্বারে ঢুকে এবার গাজিয়াবাদ(Gaziabad) আদালতের আইনজীবীকে(Lawyer) গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয়েছে ওই আইনজীবী মনু চৌধুরীর(Manu Chawdhary), তাঁর বয়স ৩৫ বছর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা ওই আইনজীবীকে হত্যা করেছে তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিহানী গেট থানা এলাকার সদর তহশিলের ৯৫ নম্বর চেম্বারে এই হত্যাকাণ্ড ঘটে বুধবার দুপুর ২ ট নাগাদ। সেই সময় আইনজীবী মনু চৌধুরী দুপুরের খাবার খাচ্ছিলেন। মনে করা হচ্ছে, হত্যাকারী পায়ে হেঁটে ওই চেম্বারে আসে এবং আইনজীবীকে হত্যা করে বেরিয়ে যায়। চাঞ্চল্যকর বিষয় হল, উত্তরপ্রদেশের আইনজীবীদের আন্দোলনকে গুরুত্ব দিয়ে রাজ্যের সমস্ত কাছারি ও তহশিলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তারমাঝেই কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নিজের চেম্বারে দুপুরের খাবার খাচ্ছিলেন মনু। তাঁর চেম্বারে তখন ৪ ব্যক্তি উপস্থিত ছিল। হঠাৎ ২ অপরিচিত যুবক সেখানে উপস্থিত হয়, এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয় মনুকে। চেম্বারে সেই সময়ে উপস্থিত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় বিপুল সঙ্খ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার দীনেশ কুমার, ডিসিপি নিপুন আগরওয়াল সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। তবে প্রকাশ্য দিবালোকে এই নৃশংস হত্যাকাণ্ডে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের আইনজীবীরা।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version