Sunday, August 24, 2025

মঙ্গলবার তোষাখানা মামলায় (Toshakhana Case) জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। জানা গিয়েছে, সাইফার মামলায় বিস্ফোরক বয়ান দেওয়ার পরই মঙ্গলবার ফের গ্রেফতার করা হয় ইমরানকে। আর বুধবার পাকিস্তানের এক বিশেষ আদালত সাফ জানিয়ে দিল, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে (Jail Custody) থাকতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।

তবে জেলে থাকলেও, রাজার হালেই রয়েছেন ইমরান। ইতিমধ্যে কাপ্তানের জন্য প্রিজন সেলেই দামি কমোড বসানো হয়েছে। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে এয়ার কুলারেরও। এছাড়া খাওয়াদাওয়ায় যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য ঘি দিয়ে চিকেন ও মাটন রান্না করা হচ্ছে বলে খবর। অন্যদিকে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেকারণে লাগোয়া ব্যারাকও ফাঁকা রাখা হয়েছে। সেলে হোয়াইটওয়াশ করানো হয়েছে এবং আলাদা করে সিলিং ফ্যানও বসানো হয়েছে বলে খবর। শুধু তাই নয়, ইমরানের জন্য খাট-তোশক দেওয়া হয়েছে, আনা হয়েছে এয়ার কুলারও। রাখা হয়েছে একটি টেবিল-চেয়ার। নমাজ পড়ার জন্য ইমরানকে দেওয়া হয়েছে বিশেষ ম্যাটও। পবিত্র কোরান রাখা হয়েছে ইমরানের সেলে। সেই সঙ্গে ইসলামিক ইতিহাসের ২৫টি বই তাঁকে পড়ার জন্য দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে তাঁর সেলে পৌঁছে যাচ্ছে খবরের কাগজও।

সাইফার মামলায় প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পিছনে কলকাঠি নেড়েছে আমেরিকা, এমনই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে একটি নথি প্রকাশ্যে এনে জনসভায় তা প্রদর্শনও করেন কাপ্তান। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অবশেষে বুধবার তাঁকে আদালতে তোলা হলে নির্দেশ দেওয়া হয়, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে থাকতে হবে জেল হেফাজতেই।

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version