Sunday, May 4, 2025

অক্টোবরে শুরু বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ (ICC World Cup 2023)। তার আগে ধাপে ধাপে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তারাই নির্দেশিকা দিয়েছিল যে ২৯ অগস্ট, সন্ধে ৬টায় ভারত-পাকিস্তান ম্যাচের (Ind vs Pak)টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু দিনের শেষে কতজন টিকিট কাটতে পারলেন? স্যোশাল মিডিয়ায় (Social media) একরাশ হতাশা আর বিরক্তি ঝরে পড়ল। টিকিটের লাইনে ৬ ঘণ্টা অপেক্ষা করেও নাকি টিকিট পাননি। এমন অভিযোগও করেছেন অনেকেই। যারাই টিকিটের চেষ্টা করেছেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এমনকি কিছুটা সময় পরে দেখা যায় ‘ SOLD OUT ‘ লেখা। সত্যিই কি হাইভোল্টেজ ম্যাচের সব টিকিট শেষ?

ভারত বনাম পাক ম্যাচ মানে সেখানে বাড়তি উন্মাদনা থাকবেই। এবার বিশ্বকাপের (WC 2023) লড়াই দেখতে ফ্যানদের ভিড় প্রত্যাশিত। সেই কথা মাথায় রেখে ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হল। টিকিট বিক্রি শুরু হতেই দেখা যায় দ্রুত ওয়েবসাইট ক্র্যাশ করছে। এরপর স্ক্রিনে অপেক্ষারত সময়ের সীমা ক্রমশঃই বাড়তে দেখেন ক্রেতারা। বিরক্তিও একটা সময় পরে সীমা ছাড়ায়।কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটের স্ক্রিনে ভেসে ওঠে, টিকিট সোল্ড আউট। এ যেন শুরুর আগেই শেষ!এরপরই কেউ কেউ এই প্রক্রিয়াকে ‘স্ক্যাম’ বলছেন। এত দ্রুত কী করে টিকিট শেষ হয়ে যায়, কারা টিকিট পেল, এই নিয়েও নানা পোস্ট ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার সন্ধে ৬টায় প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট। তাহলে আর টিকিট মিলবে না? সংস্থার তরফে বলা হয়েছে আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version