Monday, August 25, 2025

অক্টোবরে শুরু বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ (ICC World Cup 2023)। তার আগে ধাপে ধাপে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তারাই নির্দেশিকা দিয়েছিল যে ২৯ অগস্ট, সন্ধে ৬টায় ভারত-পাকিস্তান ম্যাচের (Ind vs Pak)টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু দিনের শেষে কতজন টিকিট কাটতে পারলেন? স্যোশাল মিডিয়ায় (Social media) একরাশ হতাশা আর বিরক্তি ঝরে পড়ল। টিকিটের লাইনে ৬ ঘণ্টা অপেক্ষা করেও নাকি টিকিট পাননি। এমন অভিযোগও করেছেন অনেকেই। যারাই টিকিটের চেষ্টা করেছেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এমনকি কিছুটা সময় পরে দেখা যায় ‘ SOLD OUT ‘ লেখা। সত্যিই কি হাইভোল্টেজ ম্যাচের সব টিকিট শেষ?

ভারত বনাম পাক ম্যাচ মানে সেখানে বাড়তি উন্মাদনা থাকবেই। এবার বিশ্বকাপের (WC 2023) লড়াই দেখতে ফ্যানদের ভিড় প্রত্যাশিত। সেই কথা মাথায় রেখে ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হল। টিকিট বিক্রি শুরু হতেই দেখা যায় দ্রুত ওয়েবসাইট ক্র্যাশ করছে। এরপর স্ক্রিনে অপেক্ষারত সময়ের সীমা ক্রমশঃই বাড়তে দেখেন ক্রেতারা। বিরক্তিও একটা সময় পরে সীমা ছাড়ায়।কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটের স্ক্রিনে ভেসে ওঠে, টিকিট সোল্ড আউট। এ যেন শুরুর আগেই শেষ!এরপরই কেউ কেউ এই প্রক্রিয়াকে ‘স্ক্যাম’ বলছেন। এত দ্রুত কী করে টিকিট শেষ হয়ে যায়, কারা টিকিট পেল, এই নিয়েও নানা পোস্ট ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার সন্ধে ৬টায় প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট। তাহলে আর টিকিট মিলবে না? সংস্থার তরফে বলা হয়েছে আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।

 

Related articles

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version