Sunday, May 4, 2025

“মহারাজ আবার কবে মুখ্যমন্ত্রী হয়ে যান…”, বরুণের নিশানায় যোগী

Date:

খাতায় কলমে বিজেপি সাংসদ হলেও, নিজের দলের বিরোধিতায় বারবার সরব হতে দেখা গিয়েছে বরুণ গান্ধীকে। এবার উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(Yogi Adityanath) নিশানায় নিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। ‘কাহিপে নিগায়ে, কাহিপে নিশানা’! এই অঙ্কে যোগীকে নিশানা করে বরুণ বললেন, “বলা যায় না মহারাজ আবার কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন।” বরুণের এহেন মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের পিলভিট কেন্দ্রের সাংসদ বরুণ সোমবার নিজের লোকসভা কেন্দ্রে সাধু-সন্তদের নিয়ে একটি সমাবেশ করেন। সেখানে তাঁর সঙ্গে কথা বলার সময় এক আশ্রমের মোহন্তের মোবাইল ফোন বেজে ওঠে। বরুণের অনুগামীরা ওই মোহন্তকে ফোন বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু বরুণ সঙ্গে সঙ্গে বলে বসেন, “ওকে জোর করবেন না। বলা যায় না মহারাজ আবার কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তখন আমাদের কী হবে? মহারাজ জি আপনি কলটা রিসিভ করুন।” সরাসরি যোগীর নাম না নিলেও ‘মহারাজের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া’ যে আসলে যোগীর দিকেই বরুণের খোঁচা তা দিনের আলোর মতো পরিস্কার। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগীও গোরক্ষপুর মঠের প্রধান মহারা ছিলেন। এখনও সেই পদে রয়েছেন তিনি।

তবে এটাই শেষ নয়, “নিজের ভাষণে এরপর বিজেপির প্রতি কড়া আক্রমণও শানাতে দেখা গিয়েছে বরুণকে। আপনি যাকে খুশি ভোট দিন। কিন্তু ভোট দেওয়ার আগে হাওয়ায় না ভেসে নিজের মাথাটা ব্যবহার করুন। শুধু ভারত মাতা কি জয় বা জয় শ্রী রাম শুনে ভোট দেবেন না। কারণ তার পরে আপনি কেবল একটি নম্বর-এ পরিণত হয়ে যাবেন। আমি চাই না আপনি একজন নম্বর হয়ে উঠুন।” উল্লেখ্য, গত বছর খানেক ধরে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক রূপে দেখা গিয়েছে গান্ধী পরিবারের সন্তান বরুণ গান্ধীকে। বিজয় মালিয়া থেকে ঋষি আগরওয়াল, একপর এক দেশ ছেড়ে পালানো শিল্পপতিদের সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ঋণের বোঝায় দেশে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বলেও দাবি করেছিলেন। লখিমপুরের (Lakhimpur) আন্দোলনকারী কৃষকদের মর্মান্তিক মৃত্যু নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল সঞ্জয় গান্ধীর পুত্রকে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version