Saturday, May 3, 2025

দীর্ঘ ১০ বছর পরই জেল থেকে বেরিয়ে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বারাকপুরে (Barrackpore)। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে বন্ধুকে খুন করে অভিযুক্ত। যুবকের নাম শেখ জুম্মন। ইতিমধ্যে, অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে বারাকপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পাইপ রোড এলাকায় শেখ জুম্মন বন্ধু সন্দীপ দাসের সঙ্গে মদের আসরে বসেছিল। রাতভর তাঁরা দুজনেই সেখানে ছিলেন। এরপর বুধবার ভোররাতে কোনও কারণে জুম্মানের সঙ্গে সঞ্জীবের বচসা বাঁধে। অভিযোগ, এরপরই লোহার রড দিয়ে মাথায় আঘাত করে জুম্মান। সঞ্জীবকে গুরুতর আহত অবস্থায় বারাকপুর বি এন বসু হাসপাতালে (B N Bose Hospital) নিয়ে যাওয়া হলে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সন্দীপ বারাকপুরের খটিক পাড়া এলাকার বাসিন্দা। পেশায় টোটো চালক। এদিকে, সন্দীপের ভাইপোর অভিযোগ, দিনকয়েক আগেই জেল থেকে বাড়ি ফিরেছিল জুম্মন। সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকত। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জুম্মন যুক্ত ছিল।

ইতিমধ্যে অভিযুক্ত জুম্মানকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। দশ বছর জেল খাটার পর বাইরে এসে কেন বন্ধুকে খুন করল জুম্মান তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই খুনের পিছনে নেপথ্যে কোনও শত্রুতা বা ষড়যন্ত্র ছিল কী না তা জানার চেষ্টা চলছে। মৃত সঞ্জীব দাসের পরিবারের অভিযোগ, সঞ্জীবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন জুম্মান। রাতে তাঁদের কাছে ফোন আসে যে জুম্মন সন্দীপকে নেশাগ্রস্ত অবস্থায় লোহার রড দিয়ে ব্যাপক মারধর করেছে। ঘটনাস্থলেই মারা যান সন্দীপ। এরপর খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সেখানে পাওয়া যায়নি অভিযুক্তকে। পরে পুলিশ জুম্মনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

 

 

 

 

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version