Wednesday, November 12, 2025

কয়েকদিনের বৃষ্টির পরই শুষ্ক দক্ষিণবঙ্গ। ভ্যাপসা গরমে ঘেমেনেয়ে একসার দক্ষিণবঙ্গবাসী। সোমবার থেকে বৃষ্টি অনেকটাই কমেছে। বেড়েছে তাপমাত্রা। বাতাসে আদ্রর্তার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বর্ষার মরশুম এলেও গরম থেকে রেহাই মিলছে না। কবে ফের ঝেঁপে বৃষ্টি দক্ষিণে?

আরও পড়ুনঃ ফের উত্ত.প্ত মণিপুর! কুকিদের গ্রামে হাম.লা! চলল গু.লিও
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে বেশি। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।তবে অস্বস্তিকর গরমে নাকাল হতে হচ্ছে আমজনতাকে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ রাখি পূর্ণিমার দিনে দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান। আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।তবে শুক্রবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর বা আবহাওয়া দফতর। এদিন থেকে উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আঝ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রায় স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ।

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version