Saturday, August 23, 2025

মুম্বইয়ে I.N.D.I.A.-র নৈশভোজে তৈরি হচ্ছে লড়াইয়ের খসড়া রূপরেখা, আগামিকাল লোগো প্রকাশ!

Date:

বৃহস্পতিবার নৈশভোজের পরে শুক্রবার I.N.D.I.A.-র তৃতীয় বৈঠক। পাটনা-বেঙ্গালুরুর পরে মুম্বইয়ের মেগা বৈঠকের দিক নজর সারাদেশের। জোটের নাম স্থির হওয়ার পর এবার স্থির হতে চলেছে ‘ইন্ডিয়া’র লোগো। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাব মতো জোটের নাম করা হয়েছে দেশের নামে। লোগোতেও থাকছে জাতীয় পতাকার রং। মুম্বইয়ে জোটের বৈঠকে ইন্ডিয়া-র লোগো হিসেবে প্রকাশ করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কংগ্রেসের তরফে ‘ইন্ডিয়া’-র নামে আরেকটি বিশেষ লোগো সম্বলিত এক্স করা হয়েছে। সেটিও জোটের লোগো হতে পারে।

সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে সেই বৈঠকে থাকতে পারে বিজেপি বিরোধী ২৮টি দল। বেঙ্গালুরুর বৈঠকের পরে আরও দুটি দলের যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে। আরব সাগরের তীরে বাণিজ্যনগরী মুম্বইয়ে এখন একটাই আলোচনা— ইন্ডিয়া জোটের মেগা বৈঠক। বৈঠকে কী হতে চলেছে? তার আগে বৃহস্পতিবার নৈশভোজে ঘরোয়াভাবে মিলিত হন নেতৃত্ব। এই জোটের অন্যতম কাণ্ডারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই মুম্বই পৌঁছে গিয়েছেন। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জলসা থেকে মাতশ্রী একের পর এক গুণিজন সাক্ষাতে ইতিমধ্যেই মাতিয়ে দিয়েছেন মুম্বই। নৈশভোজেও তিনিই অন্যতম প্রধান কুশীলব হিসেবে রয়েছেন। সঙ্গে রয়েছে তৃণমূল সাধারণের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ডেরেক ওব্রায়েন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, CPIM নেতা সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, শিবাসেনা প্রধান উদ্ধব ঠাকরে-সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব। নৈশভোজে ঢোকার হবে হবে নেতৃত্বই ইন্ডিয়ার জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন।

শুক্রবার ইন্ডিয়া বৈঠকে লোগো চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে। এদিনের নৈশভোজের তদারকিতে রয়েছেন উদ্ধব ঠাকরে। তাঁর পুত্র আদিত্য ঠাকরে ও শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এদিন নৈশভোজের আসরেই তৈরি হবে পথচলার খসড়া রূপরেখা। যাতে চূড়ান্ত সিলমোহর পড়বে শুক্রবারের মেগা বৈঠকে। বেঙ্গালুরুর বৈঠক যেখানে শেষ হয়েছিল মুম্বই বৈঠক সেখান থেকেই শুরু হবে। অভিন্ন ন্যূনতম কর্মসূচি নির্ধারণ, কমিটি তৈরি-সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হবে। সব মিলিয়ে আজকের ইন্ডিয়া জোট অনেক বেশি শক্তিশালী। যত সময় এগোচ্ছে জোটের মজবুত গড়ন দেখে কাঁপুনি ধরছে বিজেপি শিবিরে। কী উপায়ে এই জোটের মোকাবিলা করা হবে তা নিয়ে ভেবে কুল-কিনারা পাচ্ছে না বিজেপি শিবির।

পাটনা থেকে শুরু। তারপর বেঙ্গালুরু। এবার মুম্বই (Mumbai)। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের নিরিখে এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে কী ভূমিকা থাকে সেটা দেখার। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে।

আরও পড়ুন:নতুন করে ফের সংঘ.র্ষ মণিপুরে, দু’পক্ষের মধ্যে চলল গু.লির ল.ড়াই

 

 

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version