Wednesday, August 27, 2025

বাবা হলেন সুনীল ছেত্রী। দাদু হলেন সুব্রত ভট্টাচার্য। পুত্রসন্তানের জন্ম দিলেন সুনীলের স্ত্রী সোনম ভট্টাচার্য ছেত্রী। প্রেগন্যান্সির সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্যর মেয়ে সোনম। তবে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

কয়েক মাস আগেই সুনীল ছেত্রীর একমাত্র গোলে ভানুয়াতুকে পরাস্ত করে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রবেশ করেছিল ভারত। পরে কাপও জেতে ভারত। কলিঙ্গ স্টেডিয়ামে শেষ মুহূর্তে জ্বলে উঠেছিলেন কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে থাকা সুনীল। আর গোল করার পরেই সুখবর দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

সুনীল-সোনমকে নিয়ে আপডেট নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন সাহেব ভট্টাচার্য। যিনি কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে। সুনীলের শ্যালক। তবে দম্পতির পুত্রসন্তান নিয়ে তিনিও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। ছেলের কী নাম রাখা হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে পরিবার সূত্রে খবর, মা ও সদ্যোজাত, উভয়ই ভাল আছে। সুস্থ আছে।

প্রসঙ্গত, এশিয়ান গেমসের আগে ভারতীয় দল কিংস কাপে খেলতে নামবে। এই প্রতিযোগিতায় সুনীল ছেত্রী যে খেলবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ ইগর স্তিমাচ। মঙ্গলবার দল ঘোষণা করার সময়ও দেখা গিয়েছে, সেটাই হল। সুনীলকে বাদ রেখেই দল ঘোষণা করলেন স্তিমাচ। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকবেন বলে আগাম ছুটি চেয়েছিলেন সুনীল। সর্বভারতীয় ফুটবল সংস্থা সূত্রে খবর ছিলই যে, সুনীল কিংস কাপে খেলবেন না। সেই মতোই তাঁকে না রেখেই দল ঘোষণা করেছেন স্তিমাচ।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version