Wednesday, August 27, 2025

সীমান্ত সংঘাতের জের! জি ২০ সামিটে সম্ভবত আসছেন না জিনপিং

Date:

রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin) আগেই জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে জি ২০ শীর্ষ সম্মেলনে(G-20 Summit) যোগ দিতে নয়াদিল্লি(New Delhi) আসছেন না তিনি। এবার চিনের(China) প্রেসিডেন্ট শি জিনপিং-এরও(Xi Jinping) ভারতে আসা অনিশ্চিত বলে জানা যাচ্ছে। সরকারিভাবে চিনের তরফে এবিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও চিনের এক ভারতীয় কূটনীতিক সূত্রে জানা যাচ্ছে এমনই। সেক্ষেত্রে জিনপিং-এর পরিবর্তে এই সম্মেলনে যোগ দিতে পারেন চিনের প্রিমিয়র লি কিয়াং।

আগামী মাসে দিল্লিতে আয়োজিত এই জি ২০ সম্মেলনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। কারণ মনে করা হচ্ছিল, এই সম্মেলনেই জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং-এর মতো বিশ্বের শক্তিশালী সকল রাষ্ট্রপ্রধানরা এসে উপস্থিত হতে চলেছেন। যদিও রাশিয়ার রাষ্ট্রপ্রধানের পর এবার চিনের রাষ্ট্রপ্রধানও উপস্থিত হচ্ছেন না বলে জানা যাচ্ছে। তবে জিনপিং আসছেন বলে ধরে নিয়ে নয়াদিল্লির ‘তাজ প্যালেস’-এ থাকাখাওয়ার এলাহি বন্দোবস্ত করা হয়েছিল সরকারের তরফে। তবে হঠাৎ তাঁর মত পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলের অনুমানে উঠে আসছে অন্যদিক।

রাজনৈতিক মহলের তরফে অনুমান করা হচ্ছে, গত সপ্তাহের ব্রিকস সামিটে চিন ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তার জেরে এই সিদ্ধান্ত হতে পারে। কারণ সেখানে প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে শি জিনপিংকে জানিয়ে দেন যে, লাদাখে শান্তি ফেরাতে দুই দেশকেই তৎপর হতে হবে। পরিস্থিতি শান্ত করতে চিনের কী দায়িত্ব, সেটাও বলে দেন তিনি। এর পরেই আবার গতকাল, বুধবারই জানা যায়, চিনের নয়া মানচিত্রে অরুণাচলকে ‘নিজেদের’ বলে দাবি করেছে চিন। এই নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেজিংয়ের আচরণের নিন্দা করে বলেছেন, “বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ভুলভাল দাবি করলেই সেটা সত্যি হয় না। অরুণাচল ভারতেরই থাকবে।”
এই পরিস্থিতিতে এ কথা দিনের আলোর মতো স্পষ্ট, যে গালোয়ান পরবর্তী সময়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এই অবস্থায় জি ২০ সম্মেলেন শি জিনপিংয়ের উপস্থিতি আলাদা মাত্রা নেওয়ার কথা ছিল, যা আর সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version