Wednesday, November 5, 2025

Chhattisgarh: খেলা চলাকালীন ফুটবল ফাটার জের! পড়ুয়াদের চ.রম শা.স্তি দিল আবাসিক স্কুল

Date:

খেলতে খেলতে আচমকাই ফেটে যায় ফুটবল। আর ফুটবল ফাটানোর শাস্তি যে এতটা ভয়ানক হতে পারে তা হয়তো কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারবেন না কেউ। কিন্তু তেমনই এক ঘটনা এবার সামনে এল। যা শুনে কার্যত মাথায় হাত দেশবাসীর। ছত্তিশগড়ের (Chhatisgarh) সুরজপুর জেলার এক আবাসিক স্কুলের ঘটনা। জানা গিয়েছে, পড়ুয়াদের খেলার সময় আচমকাই ফেটে যায় ফুটবলটি (Football)। আর তারই শাস্তিস্বরূপ পড়ুয়াদের টানা ২ দিন অনাহারে রাখা হয় বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই চরম হইচই পড়ে গিয়েছে। একটা ফুটবল ফেটে যাওয়ার শাস্তি যে এতটা ভয়াবহ হতে পারে তা হয়তো কেউই ভাবতে পারেননি। কিন্তু ছত্তিশগড়ের সেই আবাসিক স্কুলেই এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে চরম নিন্দার মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel) সরকারকে।

পুলিশ সূত্রে খবর, ছত্তিশগড়ে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৪১। তবে তাদের থাকার জন্য কোনও পর্যাপ্ত জায়গা নেই। মাত্র দু’টি ঘরের মধ্যে গাদাগাদি করে থাকতে হয় তাদের। তবে পড়ুয়াদের অনাহারে রাখার বিষয়টি সামনে আসে যখন স্থানীয়রা পড়ুয়াদের বিস্কুট বিতরণ করতে গিয়েছিলেন। সেখানে গিয়েই স্থানীয়রা পড়ুয়াদের থেকে জানতে পারেন দু’দিন ধরে তাদের খেতে দেওয়া হচ্ছে না। এই কথা জানার পরই স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয় পড়ুয়াদের অভিভাবকদেরও। তাঁরাও স্কুলে এসে স্থানীয়দের সঙ্গে বিক্ষোভ প্রদর্শনে সামিল হন। ছত্তিশগড়ের রাজধানী রাইপুর থেকে ৩৮০ কিলোমিটার দূরে অম্বিকাপুরে রয়েছে এই আবাসিক স্কুলটি। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানরা স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করে।

এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেয় জেলা প্রশাসন। তদন্তের রিপোর্ট অনুযায়ী, গত ২৮ অগাস্ট পড়ুয়ারা ফুটবল খেলছিল। খেলতে খেলতে আচমকাই ফুটবল ফেটে যায়। খবর স্কুলের সুপার পিটার স্যাডমের কাছে পৌঁছলে তিনি রাগে ফেটে পড়েন এবং পড়ুয়াদের উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। আর সেকারণেই পড়ুয়াদের না খাইয়ে রাখার সিদ্ধান্ত নেন সুপার। এদিকে জেলা প্রশাসনে সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকদের কাছে সুপার স্বীকার করেন, পড়ুয়াদের দু’বেলা খাবার বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাঁর যুক্তি, লড়াই কী বিষয় সেটি শেখার প্রয়োজন আছে শিশুদের। তাই এ কাজ করেছেন তিনি। ইতিমধ্যে সুপারকে সাসপেন্ড করা হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version